Sony Walkman: বছর 40 পর স্মৃতির গলিপথে Sony! 5 ইঞ্চি ডিসপ্লের Walkman লঞ্চ করে নতুন চমক, দাম শুনবেন?
Sony Walkman NW-ZX707 ভারতে নিয়ে আসা হয়েছে 69,990 টাকায়। 30 জানুয়ারি থেকে এই ডিভাইসটি কেবলমাত্র Headphone Zone থেকেই ক্রয় করতে পারবেন কাস্টমাররা। ক্লাসিক ব্ল্যাক এবং গোল্ড এই দুই কালার ভ্যারিয়েন্ট রয়েছে ওয়াকম্যানটির।
Sony New Walkman: বহু দিন পর ভারতে Walkman লঞ্চ করল Sony। কোম্পানির সেই নতুন অডিও ডিভাইসের নাম Sony NW-ZX707। সনির ওয়াকম্যান মানেই নস্ট্যালজিয়া! বিশেষ করে, নয়ের দশকে যাঁরা বড় হয়েছেন তাঁরা ওয়ারম্যানের মর্ম সবথেকে বেশি উপলব্ধি করবেন। পোর্টেবল ছোট্ট একটা অডিও প্লেয়ার, যার ভিতরে ক্যাসেট ভরা থাকত। MP3 প্লেয়ার বা Apple iPod আসার অনেক আগেই একচেটিয়া বাজার ছিল সনি ওয়াকম্যানের।
নতুন Walkman NW-ZX707-এর মধ্যে দিয়ে চিরাচরিত ওয়াকম্যানের কনসেপ্টটা একই রেখেছে সনি। হ্যাঁ, অবশ্যই তাতে আধুনিক প্রজন্মের প্রযুক্তিতে ঠাসা হয়েছে। এতে রয়েছে 5 ইঞ্চির ডিসপ্লে, হাই-রেজ়োলিউশন অডিও ওয়্যারলেস এবং একবার চার্জে 25 ঘণ্টারও বেশি ব্যাটারি ব্যাকআপ। তার থেকেও বড় কথা এই প্রথম Sony এমন কোনও Walkman নিয়ে এল, যা চালিত হবে Android অপারেটিং সিস্টেমের সাহায্যে।
Sony Walkman NW-ZX707: দাম কত
Sony Walkman NW-ZX707 ভারতে নিয়ে আসা হয়েছে 69,990 টাকায়। 30 জানুয়ারি থেকে এই ডিভাইসটি কেবলমাত্র Headphone Zone থেকেই ক্রয় করতে পারবেন কাস্টমাররা। ক্লাসিক ব্ল্যাক এবং গোল্ড এই দুই কালার ভ্যারিয়েন্ট রয়েছে ওয়াকম্যানটির।
প্রিমিয়াম ডিজ়াইন রয়েছে সনির নতুন ওয়াকম্যানে। 5 ইঞ্চির ডিসপ্লে রয়েছে এতে। DSD রিমাস্টারিং ইঞ্জিন দেওয়া হয়েছে। ওয়াকম্যানের ইঞ্জিনটি PCM অডিও গ্রহণ করে এবং DSD ফরম্যাটে সেই অডিওকে রিস্যাম্পল করে। এর ফলে এই ওয়াকম্যানে পরিণত সাউন্ড কোয়ালিটির অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন কাস্টমাররা।
হাই-কোয়ালিটি সাউন্ডের জন্য সেরার সেরা কিছু বৈশিষ্ট্য রয়েছে ওয়াকম্যানটিতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ফাইন-টিউনড ক্যাপাসিটর, যা লার্ড ক্যাপাসিট্যান্স এবং লো রেজ়িস্ট্যান্স দিতে সক্ষম। ওয়াকম্যানের ডিজিটাল ব্লক কভার করছে একটি OFC মাইলড ব্লক, যার কারণে ওয়াকম্যানটি অন করে মিউজ়িক চালানোর সময় শ্রোতাদের মনে হবে সাইলেন্ট জ়োন থেকে ধীরে ধীরে শব্দের দুনিয়ায় প্রবেশ করছে। অতিরিক্ত ফিচারের দিক এতে 8mm কয়েল দেওয়া হয়েছে, যা সমস্ত ফ্রিয়োয়েন্সিতে ওয়াকম্যানের সাউন্ড কোয়ালিটি খুব ভাল করবে।
এতদিন সনির অন্যান্য ওয়াকম্যানগুলির তুলনায় এই লেটেস্ট মডেলটি আরও দীর্ঘ সময়ের ব্যাটারি লাইফ অফার করবে। কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে, NW-ZX707 ওয়াকম্যানটি একবার চার্জে 25 ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।