Vu Televisions: ভারতে জন্য এক্সক্লুসিভ অনলাইন স্টোর খুলেছে Vu Televisions, পাওয়া যাচ্ছে দুটো টিভির মডেল
বর্তমানে Vu- এর অনলাইন স্টোরে যে দুটো টেলিভিশন সেট পাওয়া যাচ্ছে সেগুলি হল ৪৩ ইঞ্চি Vu প্রিমিয়াম ৪কে টিভি এবং ৪৩ ইঞ্চির Vu প্রিমিয়াম টিভি ফুল এইচডি।
ভারতে Vu Televisions তাদের নিজস্ব অনলাইন স্টোর খুলেছে। সেখানে নির্দিষ্ট কিছু মডেল পাওয়া যাবে বলে আপাতত জানা গিয়েছে। সরাসরি কোম্পানির থেকেই টিভি কেনার সুযোগ পাবেন ক্রেতারা। পয়লা ডিসেম্বর vustore.com এই অনলাইন স্টোর লঞ্চ হয়েছে। আপাতত সেখানে Vu Televisions- এর দু’টি বিখ্যাত মডেল (প্রিমিয়াম টিভি রেঞ্জ) পাওয়া যাচ্ছে। Vu সংস্থা জানিয়েছে, ক্রেতারা যে শুধুমাত্র সঠিক গুণমানের জিনিস পাবেন তাই নয়, ঠিকঠাক দামেও কেনা যাবে টেলিভিশন সেট।
এতদিন ফ্লিপকার্ট, অ্যামাজন, টাটা ক্লিক এবং বিভিন্ন মাল্টি-ব্র্যান্ড রিটেলার যেমন- বিজয় সেলস, রিলায়েন্স ডিজিটাল, Vu এক্সক্লুসিভ অফলাইন স্টোর এবং ডেমো সেন্টার থেকে বিক্রি হত Vu টেলিভিশনের বিভিন্ন মডেল এবং স্ক্রিন সাইজের টিভি। তবে এবার ভারতের জন্য Vu টেলিভিশন যে অনলাইন স্টোর লঞ্চ করেছে, তার মধ্যে দেশের ২০ হাজার পিনকোডের বাসিন্দারা এই অনলাইন স্টোরের মাধ্যমে Vu টিভি কিনতে পারবেন। Vu সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও দেবিতা সারাফ জানিয়েছেন একথা। এছাড়াও ফোনকল এবং চ্যাটের মাধ্যমে ওয়েবসাইটে ক্রেতাদের সাহায্যও করা হবে। আর অর্ডার করলে ডেলিভারি পাওয়া পর্যন্ত নোটিফিকেশন পৌঁছে যাবে ক্রেতার হোয়াটসঅ্যাপে।
বর্তমানে Vu- এর অনলাইন স্টোরে যে দুটো টেলিভিশন সেট পাওয়া যাচ্ছে সেগুলি হল ৪৩ ইঞ্চি Vu প্রিমিয়াম ৪কে টিভি এবং ৪৩ ইঞ্চির Vu প্রিমিয়াম টিভি ফুল এইচডি। Vu সংস্থার এই ফুল এইচডি টেলিভিশন সংস্থার নতুন লঞ্চ। অনলাইন স্টোরে Vu প্রিমিয়াম ৪কে টিভি ৪৩ ইঞ্চির দাম ২৪,৯৯৯ টাকা। আর Vu প্রিমিয়াম টিভি ফুল এইচডি ৪৩ ইঞ্চির দাম ১৯,৯৯৯ টাকা। আগামী দিনে অনলাইন স্টোরে আরও টেলিভিশন সেট বিক্রি করার লক্ষ্য রয়েছে Vu সংস্থার। তবে আপাতত এই দুটো টিভি সেটই Vu- এর ভারতীয় অনলাইন স্টোরে পাওয়া যাবে। যদিও ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজনের সঙ্গে বেশ নিবিড় ভাবেই কাজ করে Vu সংস্থা। এই দুই ই-কমার্স সংস্থায় অনলাইন সেলও চলে Vu কোম্পানির টিভির উপর।
চলতি বছর অর্থাৎ ২০২১ সালে ভারতে Vu কোম্পানি সিনেমা টিভি অ্যাকশন সিরিজ লঞ্চ করেছে। এই টেলিভিশন সেটের দাম শুরু হয়েছে ৪৯,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে জানা গিয়েছে, Vu প্রিমিয়াম ৪কে টিভি রেঞ্জ লঞ্চ হয়েছিল গতবছর অর্থাৎ ২০২০ সালে। সেই স্মার্টফোন সিরিজে তিনটি সাইজের টেলিভিশন সেট ছিল। সেগুলি হল যথাক্রমে- ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি। এই টিভিগুলোতে ডলবি ভিশন এইচডিআর সাপোর্ট রয়েছে। স্মার্ট কানেক্টিভিটির জন্য এই টিভিগুলো অ্যানড্রয়েড টিভি প্ল্যাটফর্মের সাহায্যে পরিচালিত হয়।
আরও পড়ুন- Google New Features: একাধিক নতুন ফিচার যোগ হল গুগল ফোটো ও অ্যান্ড্রয়েড অটো অ্যাপে