Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Xiaomi-র Smart Door Lock হাজির, ক্যামেরায় বাইরে থেকে ভিতরটা এবং ভিতর থেকে বাইরেটা দেখা যাবে

Xiaomi Latest Smart Door Lock: শাওমি একটি নতুন স্মার্ট ডোর লক নিয়ে হাজির হল। আগের মডেলের থেকে যার দাম অনেকটাই কম। এতে ইন্টিগ্রেটেড ক্যামেরা এবং স্ক্রিন দেওয়া হয়েছে। অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।

Xiaomi-র Smart Door Lock হাজির, ক্যামেরায় বাইরে থেকে ভিতরটা এবং ভিতর থেকে বাইরেটা দেখা যাবে
নতুন স্মার্ট ডোর লক নিয়ে এল শাওমি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2023 | 12:33 PM

বিভিন্ন সময়ে Xiaomi তার প্রডাক্ট রেঞ্জের ছকের বাইরে বেরিয়েও নতুন প্রডাক্ট লঞ্চ করে। স্মার্টফোনের গণ্ডি থেকে বেরিয়ে সংস্থা টুথব্রাশ পর্যন্ত লঞ্চ করেছে। এখন সংস্থাটি বৈদ্যুতিক গাড়ি নিয়েও কাজ করছে, যা শীঘ্রই লঞ্চ করা হবে। এবার Xiaomi একটি নতুন ফ্ল্যাগশিপ Smart Door Lock নিয়ে হাজির হচ্ছে, যার ফিচার্স ও স্পেসিফিকেশনস আপনাকে স্তম্ভিত করবে। এ এক এমনই স্মার্ট দরজার তালা, যা আপনার দরজায় লাগিয়ে ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে কে আছে, কে আসছে, কী হচ্ছে, সব দেখতে পাবেন।

20 ফেব্রুয়ারি Xiaomi Smart Door Lock লঞ্চ করা হয়েছে কেবল চিনের মার্কেটের জন্য। লেটেস্ট ভার্সনের নাম Xiaomi Smart Door Lock M20 Series। স্মার্ট দরজাটিকে বলা হচ্ছে, ‘স্মার্ট গার্ডিয়ান ক্যান সি’ (Smart Guardian Can See)। রয়েছে ইন্টিগ্রেটেড পিফোল ক্যামেরা এবং একটি ডিসপ্লে স্ক্রিন। এই স্ক্রিনের মাধ্যমে ব্যবহারকারীরা রিয়্যাল -টাইম ভিত্তিতে দরজার সামনের সব দৃশ্য় দেখাতে পারে।

দরজার লকের সঙ্গে চিপকে দেওয়া যাবে এই স্মার্ট ডোর লক। গত বছর যে স্মার্ট ডোর লকটি সংস্থা নিয়ে হাজির হয়েছিল, নতুন মডেলটি তারই আপগ্রেডেড ভার্সন। নতুন মডেলের অল-ইন-ওয়ান ডিজাইন ইনস্টলেশন প্রক্রিয়াটিকে সহজ করে তোলে। ক্যামেরা এবং স্ক্রিন ছাড়াও স্মার্ট গার্ডিয়ান ক্যান সি-তে রয়েছে ডোরেবল ফাংশন, যা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সুবিধার। লেটেস্ট Xiaomi Smart Door Lock-এর দাম 1899 YUAN, যা ভারতীয় মুদ্রায় প্রায় 22,000 টাকা। এই মুহূর্তে বাজারের অন্যান্য হাই-ফাংশনাল এবং অত্যন্ত দামি স্মার্ট ডোর লকগুলি সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বী হতে পারে Xiaomi স্মার্ট ডোর বেলের নবতম সংস্করণ।

Xiaomi স্মার্ট ডোর লক M20-এর স্থায়িত্ব এবং সুরক্ষা বৈশিষ্ট্যগুলি বিশেষজ্ঞমহলে প্রশংসিত হয়েছে। অত্যাধুনিক IML প্রযুক্তি থাকার ফলে ডোর লকটি বেশ শক্তপোক্ত। দরজা খোলা এবং বন্ধ হওয়া ঝক্কিহীন করে তুলতে এতে রয়েছে অ্যান্টি-পিঞ্চ ডিজ়াইন। এটি হ্যান্ডেলের দিকটি কাস্টমাইজ় করে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করে।

আঙুলের ছাপ, পাসওয়ার্ড, পর্যায়ক্রমিক/ওয়ান-টাইম পাসওয়ার্ড, NFC পাসওয়ার্ড, মোবাইল ফোন ব্লুটুথ আনলকিং এবং হোমকিট-সহ বিভিন্ন মডার্ন টেক রয়েছে। আঙুলের ছাপ এবং পাসওয়ার্ডের মতো ব্যক্তিগত ডেটা স্টোরেজ এনক্রিপ্ট করে সংরক্ষণ করা যায়। এর মাধ্যমেই হ্যাকিং এবং ডেটা লঙ্ঘনের বিরুদ্ধে সর্বাধিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।

দরজার লকটিতে ব্লুটুথ গেটওয়ে ফাংশন রয়েছে। স্মার্টফোনের অ্যাপের সঙ্গে ডোর লকটি পেয়ার করলে তা দূরবর্তী পর্যবেক্ষণের অতিরিক্ত সুবিধা দিতে পারে। দরজা বন্ধ না হওয়া পর্যন্ত অ্যালার্ম, একাধিক ট্রায়াল, এরর অ্যালার্ম এবং বাইরের দরজার লক প্যানেলটি প্রাইড অ্যালার্মের জন্যও সতর্কতামূলক বৈশিষ্ট্য রয়েছে। Xiaomi স্মার্ট ডোর লক M20-র ব্যাটারি লাইফ চিত্তাকর্ষক, আটটি AA ব্যাটারিতে 10 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। জরুরি পরিস্থিতিতে বাইরের দরজার তালার টাইপ-সি পোর্ট পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করতে পারে, যাতে ব্যাটারি পাওয়ার ছাড়াই দরজার লকটি আনলক করা যায়।