Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2025: সুযোগের সদ্ব্যবহার মইন আলির, ম্যাচ শেষে নাইট অধিনায়ক রাহানে বললেন…

Ajinkya Rahane on Moeen Ali: সুনীল নারিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলেননি। তাঁর জায়গায় একাদশে এসেছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মইন আলি। কেকেআরের জার্সি গায়ে বল হাতে চমক দেখালেন মইন। ম্যাচের শেষে প্রশংসায় ভরালেন ক্যাপ্টেন রাহানে।

KKR, IPL 2025: সুযোগের সদ্ব্যবহার মইন আলির, ম্যাচ শেষে নাইট অধিনায়ক রাহানে বললেন...
KKR, IPL 2025: সুযোগের সদ্ব্যবহার মইন আলির, ম্যাচ শেষে নাইট অধিনায়ক রাহানে বললেন...Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Mar 27, 2025 | 1:11 PM

কলকাতা: জয়ের সারণিতে ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। পিঙ্ক আর্মির বিরুদ্ধে ম্যাচের পরে নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) মুখে মইন আলির (Moeen Ali) ভুয়সী প্রশংসা। সুনীল নারিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলেননি। তাঁর জায়গায় একাদশে এসেছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মইন আলি। কেকেআরের জার্সি গায়ে বল হাতে চমক দেখালেন মইন। আরও ভালো করে বললে সুযোগ হেলায় যেতে দেননি। ইংরেজ অলরাউন্ডারের বোলিং ভেলকিতে ধরাশাই রাজস্থান রয়্যালসের মিডল অর্ডার। মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট মইনের। প্রাক্তন নাইট প্লেয়ার নীতীশ রানা এবং যশস্বী জয়সওয়ালের উইকেট তোলেন এই তারকা অলরাউন্ডার।

বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতা বনাম রাজস্থান। দুই দল নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল। বুধবার টসে জিতে নাইট অধিনায়ক রাহানে প্রথমে বোলিং বেছে নেন। রাজস্থান রয়্যালস প্রথম ব্যাট করতে নেমে মাত্র ১৫১ রানে ৯ উইকেট হারিয়ে নিজদের ইনিংস শেষ করে। সেই রান তাড়া করতে নেমে দাপট কেকেআরের। মাত্র ২ উইকেট হারিয়ে টার্গেট পূরণ করে ফেলে নাইট রাইডার্স। নাইটদের হয়ে অপরাজিত ৯৭ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার কুইন্টন ডি’ককের।

২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি ফিরেছে নাইট শিবিরে। ম্যাচের পর কেকেআরের অধিনায়ক বলেন “আমরা প্রথম ৬ ওভার দুর্দান্ত বল করেছি। মাঝের ওভারগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল আমদের কাছে। আমাদের দলের স্পিনাররা সেই সময় দুর্দান্ত ভাবে সামলেছে। মইন এই ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে দারুণ ভাবে মেলে ধরেছিল। আইপিএল এমন একটি ফর্ম্যাট, যেখানে আমরা চাই আমাদের দলের প্লেয়াররা ভয়ডরহীন ভাবে খেলুক। এবং আমরা দলের প্লেয়ারদের প্রথম থেকেই সেই স্বাধীনতা দিয়ে এসেছি। বোলিং বিভাগে বিশেষ করে আজ মইন দারুন বল করেছে।” মইনের ব্যাটিং নিয়ে রাহনেকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “মইন একজন দারুণ প্লেয়ার। ও এর আগে ওপেন করছে অনেক বার। তবে এই ম্যাচে ও ভালো ব্যাটিং না করলেও, বোলিংয়ের মাধমে দলকে জিততে সাহায্য করেছে।”

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।