আসছে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন দু’টি মডেল, ১৭ মার্চ ‘গ্লোবাল লঞ্চ’, ভারতে রিলিজ কবে?

চলতি বছর যেসব ফোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম স্যামসাং গ্যালাক্সি সিরিজের এই দু'টি মডেল।

আসছে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন দু'টি মডেল, ১৭ মার্চ 'গ্লোবাল লঞ্চ', ভারতে রিলিজ কবে?
ছবি সৌজন্যে টুইটার
Follow Us:
| Updated on: Mar 10, 2021 | 6:00 PM

গ্যালাক্সি এ৫২ এবং গ্যালাক্সি এ৭২— এই দু’টি নতুন মডেল লঞ্চ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং। সূত্রের খবর, আগামী ১৭ মার্চ একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হবে এই দু’টি ফোন। স্যামসাংয়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ভার্চুয়াল ইভেন্টের লাইভ স্ট্রিমিং হবে বলে জানা গিয়েছে। স্যামসাংয়ের মাঝামাঝি দামের রেঞ্জেই এই দুই মডেলের দাম থাকবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে ৪জি এবং ৫জি, দুটো পরিষেবাই নাকি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, চলতি বছর যেসব ফোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম স্যামসাং গ্যালাক্সি সিরিজের এই দু’টি মডেল।

আরও পড়ুন- চিনে লঞ্চ হচ্ছে শাওমির নতুন ফোন, গ্লোবাল রিলিজ কবে? ভারতেই বা কবে আসবে এই মডেল

গ্যালাক্সি এ৫২ মডেলের সম্ভাব্য ফিচার- 

১। স্যামসাং গ্যালাক্সি এ৫২ মডেলে থাকতে পারে স্ট্যান্ডার্ড ইউএসবি টাইপ অ্যা কিংবা ইউএসবি টাইপ সি কেবল এবং টিপিইউ কেস। এই ফোন  IP67 রেটিং প্রাপ্ত। অর্থাৎ এই মডেলে ধুলো এবং জলের রেসিসট্যান্ট ডিভাইস রয়েছে। সেই সঙ্গে থাকবে হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন।

২। পাবজি মোবাইল এবং কল অফ ডিউটি, জনপ্রিয় এই দু’টি গেমই খেলা যাবে গ্যালাক্সি এ৫২ মডেলে। ৪জি পরিষেবার এই ফোনে থাকবে গুগল প্লে কনসোল। এছাড়াও থাকবে Qualcomm SM7125 চিপ প্রসেসর। Qualcomm Snapdragon 720G SoC প্রসেসর-এরই অংশ এই চিপ।

৩। ৮ জিবি র‍্যাম, ফুল এইচডি ডিসপ্লে (1,080×2,009 pixels)- এর এই মডেলে থাকবে অ্যানড্রয়েড ১১ ভার্সান। সেই সঙ্গে থাকবে 15W ফাস্ট চার্জার সাপোর্ট।

স্যামসাং গ্যালাক্সি এ৭২ মডেলের ফিচার সম্পর্কে সেভাবে কোনও তথ্য জানা যায়নি। আগামী ১৭ মার্চ এই দুই মডেলের গ্লোবাল লঞ্চ হবে। তারপর খুব তাড়াতাড়ি ভারতের বাজারেও লঞ্চ হবে গ্যালাক্সি এ সিরিজের এই দুই নতুন মডেল।