ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এফ৬২, কী কী ফিচার থাকছে? দামই বা কত
লেসার ব্লু, লেসার গ্রে এবং লেসার গ্রিন---- এই তিনটি রঙে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এফ৬২।
আজই ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৬২। ২০২১ সালে এখনও পর্যন্ত যেসমস্ত ফোন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, তার মধ্যে স্যামসাং গ্যালাক্সি এফ৬২ অন্যতম। এই ফোনে রয়েছে Exynos 9825 SoC এবং একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন।
ভারতে এই ফোনের দাম কত? কী কী রঙে পাওয়া যাবে এই ফোন? কীভাবে কিনতে পারবেন?
স্যামসাংয়ের তরফে আগেই জানানো হয়েছিল যে এই ফোনের দাম ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যেই থাকবে। দু’টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে স্যামসাংয়ের এই নতুন মডেল। ৬জিবি (র্যাম), ১২৮জিবি স্টোরেজের দাম ২৩,৯৯৯ টাকা। আর ৮জিবি (র্যাম), ১২৮জিবি স্টোরেজের দাম ২৫,৯৯৯ টাকা। লেসার ব্লু, লেসার গ্রে এবং লেসার গ্রিন—- এই তিনটি রঙে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এফ৬২। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট ছাড়া ফ্লিপকার্ট এবং রিলায়েন্স ডিজিটাল, জিও রিটেল স্টোর এবং নির্দিষ্ট কয়েকটি রিটেল স্টোরে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এই ফোনের উপর ছাড় শুরু হবে। বেলা ১২টা থেকে শুরু হবে সেল।
রিচার্জ ডিসকাউন্ট কুপন থাকলে লঞ্চ অফার হিসেবে ক্রেতারা এই ফোনের ক্ষেত্রে ৩ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়াও রিলায়েন্স পার্টনার ব্র্যান্ডের কুপন থাকলে জিও গ্রাহকরা ৭ হাজার টাকা ছাড় পাবেন। যদি কেউ ইএমআই দিয়ে ফোন কেনেন, সেক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ২৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।
কী কী ফিচার থাকছে-
১। এই ফোনে থাকছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ১২৩ ডিগ্রি ফিল্ড অফ ভিউ আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার এবং ৫ মেগাপিক্সেল ডেপথ সেনসর।
২। এছাড়াও এই ফোনে থাকছে ৬.৭ ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে।
৩। ফোনের ব্যাটারি 7000mAh। এর সঙ্গে থাকছে 25W ফার্স্ট চার্জিং পরিষেবা। ২ ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে এই ফোনে। এমনটাই দাবি সংস্থার।
৪। এছাড়াও থাকবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে 4K ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট।
৫। ওয়াই-ফাই, ব্লুটুথ v5.0, GPS/ A-GPS, NFC, টাইপ সি ইউএসবি, 3.5mm হেডফোন জ্যাক- এর অপশন থাকছে এই ফোনে। এছাড়া থাকছে side-mounted ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
৬। ৬জিবি র্যাম এবং ১২৮জিবি এবং ৮জিবি র্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েশনে পাওয়া যাবে এই ফোন। এছাড়াও থাকছে এক্সপ্যান্ডেবল মাইক্রো এসডি কার্ড (আপটু ১ টিবি)।