ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সির ৫জি ফোন ‘এসই২০ এফই’, জেনে নিন এই ফোনের দাম এবং ফিচার

এর আগে অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছিল ৪জি ভ্যারিয়েন্ট। এবার লঞ্চ হল ৫জি ভ্যারিয়েন্ট। এই ফোনে রয়েছে Snapdragon 865 SoC। 

ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সির ৫জি ফোন 'এসই২০ এফই', জেনে নিন এই ফোনের দাম এবং ফিচার
৫জি পরিষেবার এই ফোনে রয়েছে 4,500mAh ব্যাটারি।
Follow Us:
| Updated on: Mar 31, 2021 | 2:53 PM

স্যামসাং গ্যালাক্সি ৫জি ফোন S20 FE বুধবার লঞ্চ হয়েছে ভারতে। ৫জি- র পাশাপাশি এই ফোনে রয়েছে ৪জি পরিষেবাও। এর আগে অক্টোবরে ভারতে লঞ্চ হয়েছিল ৪জি ভ্যারিয়েন্ট। এবার লঞ্চ হল ৫জি ভ্যারিয়েন্ট। এই ফোনে রয়েছে Snapdragon 865 SoC।

ভারতে এই মডেলের দাম-

১। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৫,৯৯৯ টাকা। কিন্তু ভারতে এই ফোনের দাম আপাতত ৪৭,৯৯৯ টাকা। ৮ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের অপশন পাবেন ক্রেতারা। এই একই কনফিগারেশনের ৪জি ভ্যারিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা। স্যামসাং ইন্ডিয়া অনলাইন স্টোরের পাশাপাশি অ্যামাজন এবং স্যামসাংয়ের অফলাইন স্টোরেও কেনা যাবে এই ফোন। ৩১ মার্চ থেকেই কেনা যাবে ফোন। Cloud Lavender, Cloud Mint এবং Cloud Navy colour— এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে ফোন।

স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ফোনের ফিচার-

১। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চিল ফুল এইচডি প্লাস সুপার AMOLED Infinity-O ডিসপ্লে। রিফ্রেশ রেট 120Hz। এই ফোন IP68 ডাস্ট এবং ওয়াটার রেসিসট্যান্স। এছাড়াও এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 865 SoC। সেই সঙ্গে রয়েছে এক টিবি এক্সপ্যান্ডেবল মাইক্রো এসডি কার্ড।

২। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে থাকছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর, ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেনসর, ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। এছাড়াও রয়েছে ৩০এক্স স্পেস জুম এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেনসর।

৩। ৫জি পরিষেবার এই ফোনে রয়েছে 4,500mAh ব্যাটারি। ওয়ারলেস চার্জিংয়ের অপশনও থাকছে। এই ফোনে থাকছে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট।

৪। কানেকটিভিটি অপশনে এই ফোনে থাকছে ওয়াই-ফাই, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC এবং টাইপ সি ইউএসবি পোর্ট। এছাড়াও থাকছে accelerometer, ambient light sensor, gyroscope, hall sensor, proximity sensor। এই ফোনে রয়েছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।