Asteroid Attack: আয়তনে বড় বাড়ির সমান, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, আছড়ে পড়লে সব শেষ!
Asteroid 2020 DB5: মহাকাশ সংস্থা NASA আবারও কতগুলি গ্রহাণুকে নিয়ে সতর্কতা জারি করেছে। গ্রহাণুগুলি আকারে ছোট হলেও অনেক সময় তাদের গতি অনেক বড় ক্ষতি করে দেয়। এই ধরনের গ্রহাণুগুলি যদি পৃথিবীর সাথে ধাক্কা খায়, তাহলে তারা নিমেষে ধ্বংস করে দিতে পারে পৃথিবীকে।
NASA News: সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন অনেক কিছুই প্রতিনিয়ত ঘটে, যার খোঁজ কেউই পায় না। তবুও সব কিছুর মধ্যেই বিজ্ঞানীরা অনেক কিছুর সন্ধান পান। তেমনই সৌরজগতে ঘটে চলা নানান কাণ্ডের উপর নজর রাখেন তাঁরা। কোটি কোটি বছর আগে গ্রহের তৈরি এই শিলাগুলি সৌরজগতে প্রদক্ষিণ করছে। বিগত কয়েকদিন ধরেই বিজ্ঞানীরা সতর্কতা জারি করছেন বিভিন্ন শিলা ও গ্রহাণুকে কেন্দ্র করে। মহাকাশ সংস্থা NASA আবারও কতগুলি গ্রহাণুকে নিয়ে সতর্কতা জারি করেছে। গ্রহাণুগুলি আকারে ছোট হলেও অনেক সময় তাদের গতি অনেক বড় ক্ষতি করে দেয়। এই ধরনের গ্রহাণুগুলি যদি পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়, তাহলে তারা নিমেষে ধ্বংস করে দিতে পারে পৃথিবীকে। NASA-র মতে সেই সব গ্রহাণুগুলি ছুটে আসছে পৃথিবীর দিকে। এ জন্য সতর্কতা জারি করেছে নাসা। সতর্কতার অর্থ হল, গ্রহাণুগুলি খুব দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। যে কোনও মুহূর্তে পৃথিবীতে আছড়ে পড়তে পারে।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি 7.5 মিলিয়ন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গ্রহাণুগুলির সন্ধান পেয়েছে। আজ অর্থাৎ 14 জুন, কোন গ্রহাণু আছড়ে পড়ার সতর্কতা জারি করেছে JPL? সেগুলি কি সত্যিই পৃথিবীর কাছে হুমকি? এ বিষয়ে নাসা কী বলছে, আসুন জেনে নেই সম্পূর্ণ তথ্য।
গ্রহাণু 2023 LZ-এর জন্য NASA আজ একটি সতর্কতা জারি করেছে। গ্রহাণুটি 60 ফুট। এটি আজ বিদ্যুতের বেগে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে। এর আয়তন একটি বড় বাড়ির সমান বলে জানা গিয়েছে। মাত্র 3 লাখ 17 হাজার কিলোমিটার দূরত্বে রয়েছে। কয়েক ঘণ্টা পরেই নেমে আসতে পারে বড় কোনও বিপদ। এখানেই শেষ নয়, এছাড়াও আরেকটি গ্রহাণু পৃথিবীর কাছে আসবে।
গ্রহাণু 2020 DB5 অনেক দ্রুত গতিতে ধেয়ে আসছে। এটি একটি দৈত্যাকার গ্রহাণু, যা আগামী 24 ঘণ্টার মধ্যে পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে। এর আকার 1600 ফুট। গ্রহাণুটি 43 লক্ষ কিলোমিটার ব্যাসার্ধে প্রবেশ করলেই বিরাট বিপদের মুখে পড়বে পৃথিবী। এটি ঘণ্টায় 34 হাজার কিলোমিটারের বেশি বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। 1600 ফুট উচ্চতার গ্রহাণু পৃথিবীতে কতটা ধ্বংস ডেকে আনতে পারে, তা আপনি নিজেই কল্পনা করে নিতে পারেন। 2013 সালে, রাশিয়ার আকাশে চেলিয়াবিনস্ক নামে একটি উল্কা বিস্ফোরিত হয়েছিল, যাতে 8,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে আহত হয়েছিলেন এক হাজারের বেশি মানুষ। গ্রহাণু 60 ফুট ছিল। গ্রহাণু 2020 DB5 এর থেকে বহুগুণ বড়। সে কারণে মহাকাশ বিজ্ঞানীরা প্রতিনিয়ত এর উপর নজর রাখছেন। পৃথিবীর কাছাকাছি এলে এর গতিপথের কি পরিবর্তন হবে, নাকি সোজা চলে যাবে, এখন সেটাই দেখার বিষয়।