Sweaty Robot ANDI: যুগান্তকারী আবিষ্কার! এই রোবট রোদে ঘামে, ঠান্ডায় কাঁপে, নিঃশ্বাসও নিতে পারে
World's First Sweaty Robot ANDI: বিজ্ঞানীরা রোবটিক্সের জগতে সবথেকে বড় আবিষ্কারটি করে ফেললেন। এমনই একটি রোবট তাঁরা তৈরি করেছেন, যে নিঃশ্বাস নিতে পারে, গরমে ঘামে, শীতে কাঁপে এবং হাঁটতেও পারে। অনন্য এই রোবটের নাম ANDI। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা থারমেট্রিক্স এই রোবটটি ডেভেলপ করেছেন আরিজ়োনা স্টেট ইউনিভার্সিটির সাহায্য নিয়ে।
World’s First Sweaty Robot: মানুষের কাজ কতটা সহজ থেকে সহজতর করা যায়, মানুষের যথার্থ সহকারী হিসেবে গবেষকরা বিভিন্ন ধরনের রোবটদের কাজে নামিয়েছে। রোবট এখন মানুষের হাতে ফল-মিষ্টি তুলে দিচ্ছে, মানুষের বাড়ি পরিষ্কার করে দিচ্ছে, পুলিশের সাহায্যার্থে সে রাস্তায় টহলদারির কাজও করছে। এবার বিজ্ঞানীরা রোবটিক্সের জগতে সবথেকে বড় আবিষ্কারটি করে ফেললেন। এমনই একটি রোবট তাঁরা তৈরি করেছেন, যে নিঃশ্বাস নিতে পারে, গরমে ঘামে, শীতে কাঁপে এবং হাঁটতেও পারে। অনন্য এই রোবটের নাম ANDI। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা থারমেট্রিক্স এই রোবটটি তৈরি করেছেন আরিজ়োনা স্টেট ইউনিভার্সিটির সাহায্য নিয়ে। ANDI-কে বলা হচ্ছে, বিশ্বের প্রথম ঘর্মাক্ত রোবট বা Sweaty Robot।
ANDI: ঘেমো রোবট তৈরির উদ্দেশ্য কী?
আরিজ়োনা স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর কনরাড রিক্যাজ়উইস্কি বলছেন, “অ্যান্ডি ঘামে, তাপ উৎপন্ন করে, কাঁপেস, হাঁটে এবং নিঃশ্বাসও নেয়।” ANDI-র আরও একটি নাম রয়েছে, থার্মাল ম্যানিকুইন। এখন সবথেকে বড় প্রশ্নটি হল, এমন একটা রোবট তৈরি করার উদ্দেশ্যটা কি, যে ঘামে। ওই প্রফেসর ও গবেষকরা বলছেন, মানবদেহে মাত্রাতিরিক্ত তাপমাত্রা এবং তাপের প্রভাব কী, তা খুঁজে বের করার জন্যই এই রোবটটি ডিজ়াইন করা হয়েছে। মানবদেহে যেমন দেখা যায়, ঠিক সেরকম ভাবেই এই রোবটের শরীরে রয়েছে এমনই 35টি লোমকূপ সহযোগে এমনই তল, যা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যায়। সেগুলির মাধ্যমে মানুষের মতোই বিভিন্ন তাপমাত্রায় নিজেকে মানিয়ে নেবে রোবটটি।
ওই প্রফেসর বলছেন, “এই থার্মাল ম্যানিকুইনের সাহায্যে আমরা প্রতিকূল কিছু পরিস্থিতির সৃষ্টি করতে পারব এবং পরখ করে দেখতে পারব, কত দ্রুত কোর টেম্পারেচার বাড়ে।” রোবটটি তৈরি করার মূল লক্ষ্য হল, তাপমাত্রা মানবদেহকে কত দ্রুত প্রভাবিত করতে পারে এবং তার মধ্যে দিয়ে সমস্যার একটা সমাধানসূত্রও খুঁজে বের করা। গবেষকরা বলছেন, এই গবেষণা খুবই গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত তাপমাত্রা এবং মানুষের উপরে তার প্রভাব নিয়ে এখনও পর্যন্ত সে ভাবে রিসার্চ খুবই কম হয়েছে।
রোবটিক্সের জগতে ANDI কেন গুরুত্বপূর্ণ?
আউটডোরে অ্যান্ডি নামের এই রোবটের গুরুত্ব যে কতটা,তা তুলে ধরেছেন স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর জেনি ভানোস। বলছেন, “পরীক্ষা করার জন্য ভয়ঙ্কর রোদে আমরা মানুষকে বাইরে বের করে দিতে পারি না।” তাঁর কথায়, “ফিনিক্সের মতো জায়গাও রয়েছে, যেখানে মানুষ রোজ আর গরমের কারণে মারা যাচ্ছেন। কিন্তু কেন মারা যাচ্ছেন, তার কারণটাও আমরা বুঝতে পারছি না। এই রহস্যের উদঘাটনে ANDI আমাদের সাহায্য করতে পারে।” বিভিন্ন বয়সের মানুষের উপরে তাপের প্রভাব পরীক্ষা করতে, তাদেরই বডি টাইপ দিয়ে ANDI-কে ব্যবহারের চেষ্টা করছেন আরিজ়োনা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা।
ANDI-র মুখ্য অপারেটর এক ভারতীয়। অঙ্কিত যোশি নামের সেই রিসার্চ বিজ্ঞানীর ব্যাখ্যায়, “অ্যান্ডিকে আমরা বিভিন্ন বডি মাস ইন্ডেক্স, এজ গ্রুপ এবং মেডিক্যাল কন্ডিশনের উপরে ভিত্তি করে বিভিন্ন মডেলের ইনপুট দিতে পারি।” এই ধরনের কাস্টমাইজ়ড পদ্ধতি গবেষকদের থার্মোরেগুলেশন বিভিন্ন ধরনের বিবরণ পেতেও সাহায্য করবে। উদাহরস্বরূপ, কারও যদি ডায়াবিটিস বা অন্যান্য কোনও সমস্যা থাকে, তাহলে তাদের শরীরে তাপের প্রভাব কী, সেই বিষয়টিও বুঝতে সাহায্য করবে।