AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Solar Flare: সূর্যে বিশাল বিস্ফোরণ, সোলার ফ্লেয়ারের ধাক্কায় ধ্বংসের মুখে আমেরিকা-কানাডা?

NASA News: Spaceweather.com-এর মতে, AR3341 নামক সূর্যের উপর একটি সানস্পট একটি সৌর শিখা সৃষ্টি করেছে। এটি এক্স-ক্লাস সোলার ফ্লেয়ার, যা অত্যন্ত শক্তিশালী।

Solar Flare: সূর্যে বিশাল বিস্ফোরণ, সোলার ফ্লেয়ারের ধাক্কায় ধ্বংসের মুখে আমেরিকা-কানাডা?
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 4:09 PM
Share

Solar Flare Sparks Video: মহাবিশ্বে এমন অনেক ঘটনা ঘটে, যা সাধারণ মানুষের কাছে ধরা ছোঁয়ার বাইরে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত সেই সব আশ্চর্যজনর ঘটনা বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেন। তেমনই একটি মহাজাগতিক ঘটনা সবার সামনে তুলে ধরেছেন। সূর্যে এমন এক কর্মকাণ্ড ঘটছে , যা বিজ্ঞানীদের উদ্বেগে ফলেছে। ধীরে ধীরে সূর্যে এমন কিছু ঘটতে শুরু করেছে, যা বিজ্ঞানীরা কখনও আশা করেননি। সূর্যে করোনাল ম্যাস ইজেকশন (CMI), সোলার ফ্লেয়ারের মতো ঘটনা ঘটছে একের পর এক। বিজ্ঞানীদের মতে, পৃথিবী এক বড় বিপদের সম্মুখীন হবে। আর তার একটি বড় কারণ হবে সূর্য। 20 জুন অর্থাৎ মঙ্গলবার রাতে, সূর্য থেকে একটি সৌর শিখা বেরিয়ে এসে পৃথিবীর উপর পড়েছে।

Spaceweather.com-এর মতে, AR3341 নামক সূর্যের উপর একটি সানস্পট একটি সৌর শিখা সৃষ্টি করেছে। এটি এক্স-ক্লাস সোলার ফ্লেয়ার, যা অত্যন্ত শক্তিশালী। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার অনেক অঞ্চলে একটি অস্থায়ী শর্টওয়েভ রেডিয়ো ব্ল্যাকআউট সৃষ্টি করেছে।

সূর্যে তৈরি AR3341 নামের একটি সানস্পটের কারণে, 20 জুন X ক্লাসের একটি সৌর শিখা সূর্য থেকে বেরিয়েছে। আর তা পৃথিবীর বায়ুমণ্ডলকে প্রভাবিত করেছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার এলাকায় শর্টওয়েভ ব্ল্যাকআউট হয়েছে। এর প্রভাব কয়েক মিনিটের জন্য দেখা গিয়েছে।

সৌর শিখা কী?

অনেকের কাছেই এই সৌর শিখা বিষয়টি অজানা। সৌর শিখা হল সূর্যের বায়ুমণ্ডলে ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণের ফলে সৃষ্টি হওয়া তীব্র বিস্ফোরণ। সূর্যের সক্রিয় অঞ্চলে প্রায়শই এই তীব্র বিস্ফোরণ হয়। কিন্তু তবে তা সব সময় হয় না। এর সঙ্গে সোলার ফ্লেয়ারও তৈরি হয়। সোলার ফ্লেয়ার বা করোনাল ভর ইজেকশন ইভেন্টগুলি সরাসরি মানুষকে প্রভাবিত করে না। তবে তাদের প্রভাবে স্যাটেলাইটে শর্ট সার্কিট হতে পারে। পাওয়ার গ্রিড খারাপ হয়ে যেতে পারে। এই ঝড় পৃথিবীর কক্ষপথে থাকা মহাকাশচারীদেরও বিপদে ফেলতে পারে।

নাসার সোলার ডায়নামিক অবজারভেটরি (SDO) গত কয়েক বছর ধরে সূর্যে ঘটছে এমন কার্যকলাপের উপর নজর রাখছে। এটি প্রতিটি বড় ঘটনা সম্পর্কে তথ্য দেয়, যা বিজ্ঞানীদের এর প্রভাব বুঝতে সাহায্য করে। ঠিক তেমনই বহু দিন ধরে সূর্যের দিকে নজর রেখেছেন। আর তাতে কী ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে, সেই সম্পর্কে বিশ্ববাসীকে অবগত করছেন।