Starship Rocket: প্রথমবারের ব্যর্থতা ভুলে ফের মহাকাশে রকেট পাঠাচ্ছে এলন মাস্কের স্পেসএক্স, হাতে মাত্র 6 সপ্তাহ
SpaceX's Starship: স্টারশিপ একটি পুনর্ব্যবহারযোগ্য রকেট। এই রকেটের প্রধানত দু'টি অংশ রয়েছে। প্রথমটি হল প্যাসেঞ্জার বহনকারী সেকশন, যেখানে যাত্রীরা থাকবেন। দ্বিতীয়টি হল সুপার হেভি রকেট বুস্টার।
Starship Rocket Launch: এলন মাস্কের কোম্পানি স্পেসএক্স (SpaceX) আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট ‘স্টারশিপ (Starship)’ লঞ্চ করতে চলেছে। এই রকেটটি চলতি বছরের 20 এপ্রিল প্রথমবারের মতো লঞ্চ করা হয়েছিল। কিন্তু SpaceX তখন সাফল্য পায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের একটি লঞ্চপ্যাড থেকে উৎক্ষপণের কয়েক মিনিট পর রকেটটিতে বিস্ফোরণ হয়। SpaceX-এর লক্ষ্য ছিল স্টারশিপের উপরের পর্যায়কে একটি নির্দিষ্ট উচ্চতায় লঞ্চ করা, কিন্তু তা সম্ভব হয়নি। তারপরে সেই নিয়ে চারিদিকে প্রচুর আলোচনা হলেও এলন মাস্ক তার দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রথম চেষ্টার জন্য। তবে এখন আবারও স্টারশিপ রকেট উৎক্ষেপণের প্রস্তুতি চলছে। বুধবার একটি টুইটে, এলন মাস্ক ইঙ্গিত দিয়েছেন যে, সংস্থাটি 6 থেকে 8 সপ্তাহ পরে আরেকটি লিফটঅফের জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ প্রথমবার স্পেসএক্সের লঞ্চ সাইটটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। লঞ্চের জায়গায় গর্ত তৈরি হয়েছে। সাইটটি পুনরুদ্ধার করতে কয়েক মাস সময় লাগবে বলে জানা গিয়েছে। আর তার জন্যই এই 6 থেকে 8 সপ্তাহ সময় নেওয়া হয়েছে।
শুধু তাই নয়, স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণের ব্যর্থতার পর তুমুল সমালোচনাও হয়েছিল। ইউএস ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (US Federal Aviation Administration-FAA) বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ কর্মীরা। সেই কর্মীদের মতে, FAA রকেট উৎক্ষেপণের ফলে পরিবেশের বিরাট ক্ষতি হয়েছে।
স্টারশিপ কী?
স্টারশিপ একটি পুনর্ব্যবহারযোগ্য রকেট। এই রকেটের প্রধানত দু’টি অংশ রয়েছে। প্রথমটি হল প্যাসেঞ্জার বহনকারী সেকশন, যেখানে যাত্রীরা থাকবেন। দ্বিতীয়টি হল সুপার হেভি রকেট বুস্টার। স্টারশিপ এবং বুস্টার সহ, এর দৈর্ঘ্য 394 ফুট (120 মিটার)। ওজন 50 লক্ষ কেজি। তথ্য অনুসারে, স্টারশিপ রকেটটি 16 মিলিয়ন পাউন্ড (70 মেগানিউটন) থ্রাস্ট তৈরি করতে পারে। এটি নাসার স্পেস লঞ্চ সিস্টেম (SLS) রকেটের প্রায় দ্বিগুণ। এই রকেটের উদ্দেশ্য হল, মানুষকে স্টারশিপ রকেটের মাধ্যমে মঙ্গল গ্রহে পাঠানো। এলন মাস্কের এই টুইটের পর আবারও স্পেসএক্সের উৎক্ষেপণের জন্য অপেক্ষায় রয়েছেন বহু মানুষ। প্রথমবার ব্য়র্থতার পর আশাহত হয়েছিল বিশ্ববাসী। আর তাদেরকে আশ্বাস দিতেই তিনি তখন একটি টুইট করেছিলেন। এবার শুধু 6 থেকে 8 সপ্তাহের অপেক্ষা।