Kepler Planets: 218 আলোকবর্ষ দূরে জলজগতের সন্ধান! পৃথিবীর বাইরে মানুষের বসবাসযোগ্য অন্য গ্রহ?

watery liquid exoplanets: স্পেস টেলিস্কোপের সাহায্যে 218 আলোকবর্ষ দূরে সৌরজগতের বাইরে 8টি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন তাঁরা। এদের মধ্যে দু'টির গঠন আর বৈশিষ্ট্য পৃথিবীর সঙ্গে অনেকটাই মিলেছে বলে দাবি করেছে সেই বিজ্ঞানী-দল।

Kepler Planets: 218 আলোকবর্ষ দূরে জলজগতের সন্ধান! পৃথিবীর বাইরে মানুষের বসবাসযোগ্য অন্য গ্রহ?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 6:42 PM

জলের জগতের সন্ধান। একটি নয়, দু’টি। সৌরজগতের বাইরে মানুষের বসবাসের উপযোগী পরিবেশসমৃদ্ধ গ্রহের খোঁজে বহুদিন আগে থেকেই গবেষণা চালাচ্ছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা তথা NASA-র বিজ্ঞানীরা। স্পেস টেলিস্কোপের সাহায্যে 218 আলোকবর্ষ দূরে সৌরজগতের বাইরে 8টি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন তাঁরা। এদের মধ্যে দু’টির গঠন আর বৈশিষ্ট্য পৃথিবীর সঙ্গে অনেকটাই মিলেছে বলে দাবি করেছে সেই বিজ্ঞানী-দল। NASA-র গবেষণা জানাচ্ছে, এই দুই গ্রহ জলে ভর্তি। এর আগে গবেষকরা যথেষ্ট তথ্য প্রমাণ দিয়েও এমন কোনও গ্রহের অস্তিত্ব নিশ্চিত করতে পারেননি। মহাবিশ্বে এমন গ্রহের অস্তিত্ব এতদিন তাত্ত্বিক ধারণার মধ্যেই সীমাবদ্ধ ছিল। দূরবীক্ষণযন্ত্র বা টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশে অনুজ্জ্বল অনেক বিন্দু দেখা গেলেও সেগুলোর সবই যে গ্রহ, তা নয়। এ জন্যই সেগুলোর ব্যাপারে আরও স্পষ্টভাবে জানা জরুরি।

kepler

কেপলার-138C এবং কেপলার-138D সংক্রান্ত তথ্য:

এই সৌরজগতের বাইরে নতুন দু’টি গ্রহের প্রথমটির নাম কেপলার-138C৷ এটি পৃথিবী থেকে 470 আলোকবর্ষ দূরে অবস্থিত, নিজের নক্ষত্রকে প্রতি 35 দিনে একবার প্রদক্ষিণ করে। গ্রহটির ব্যাস পৃথিবীর তুলনায় 12 শতাংশ বেশি। গবেষকেরা জানিয়েছেন, সেখানকার পৃষ্ঠতল পাথুরে হওয়ার সম্ভাবনা 70 শতাংশ।

দ্বিতীয় গ্রহটির নাম কেপলার-138D। এটির আকার পৃথিবীর তুলনায় এক-তৃতীয়াংশ বেশি। পৃথিবী থেকে এর দূরত্ব 1,100 আলোকবর্ষ। নিজের নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে 112 দিন সময় নেয়। সেখানেও পাথুরে পরিবেশ থাকার সম্ভাবনা বেশি।

এদের আবিষ্কারে ভূমিকা রেখেছে নাসার হাবল আর অবসের থাকা স্পিটজার টেলিস্কোপ। গবেষকদের দাবি, 8টির মধ্যে দু’টির গঠন-বৈশিষ্ট্য পৃথিবীর সঙ্গে অনেকটাই মেলে এবং মনে করা হচ্ছে ওই গ্রহ দু’টিতে জলের কোনও অভাব নেই। বরং বলা যেতে পারে জলের এক অনন্য জগত রয়েছে ওই দুই গ্রহে।