Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুধু অডিও নয়, Spotify এবার মিউজ়িক ভিডিয়ো নিয়ে আসছে, YouTube-এর সঙ্গে জোরদার টক্কর

Spotify এবার ভিডিয়ো প্ল্যাটফর্মেও পদার্পণ করতে চলেছে। TikTok এবং YouTube-এর সঙ্গে টক্কর দেওয়ার জন্য ফুল লেন্থ মিউজ়িক ভিডিয়োর মতো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচারটি যোগ করছে Spotify। সম্প্রতি ব্লুমবার্গের রিপোর্ট থেকে এমনই তথ্য জানা গিয়েছে।

শুধু অডিও নয়, Spotify এবার মিউজ়িক ভিডিয়ো নিয়ে আসছে, YouTube-এর সঙ্গে জোরদার টক্কর
Spotify-তে এবার মিউজ়িক ভিডিয়োও দেখা যাবে!
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 3:20 PM

Spotify না, শুধু আর অডিওতে থেমে থাকতে চাইছে না Spotify। প্ল্যাটফর্মটি এবার ভিডিয়ো প্ল্যাটফর্মেও পদার্পণ করতে চলেছে। TikTok এবং YouTube-এর সঙ্গে টক্কর দেওয়ার জন্য ফুল লেন্থ মিউজ়িক ভিডিয়োর মতো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচারটি যোগ করছে Spotify। সম্প্রতি ব্লুমবার্গের রিপোর্ট থেকে এমনই তথ্য জানা গিয়েছে।

যদিও এ নিয়ে Spotify-এর তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু অস্বীকার করে আর উপায় কী! এখনই সংস্থাটি আর্টিস্টদের GIF থেকে শুরু করে একাধিক বিষয় আপলোড করার সুযোগ দেয়, যেখান থেকে আখেরে মিউজ়িক ট্র্যাকই প্লে করা হয়। রয়টার্সের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, Spotify-এর কাছে এর মধ্যেই 100,000 এরও বেশি ভিডিয়ো সহযোগে পডকাস্ট রয়েছে। জানা গিয়েছে, তারা এর মধ্যেই ভিডিয়ো প্রডাক্ট নিয়ে কাজ শুরু করেছে।

একথা অস্বীকার করার উপায় নেই যে, TikTok-এর মতো শর্ট ভিডিয়ো প্ল্যাটফর্ম খুব অল্প সময়ের মধ্যেই ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয়তা পায়। কিন্তু ভারতে টিকটক ব্যান করা হয়। তারপরে Instagram REELS ভারতীয়দের মনে জায়গা করে নেয়। কনসেপ্ট সেই একই, মোবাইলের অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী ভিডিয়ো, টিকটক যেভাবে ছোট্ট ভিডিয়ো দেখাত, ঠিক সেভাবেই ইনস্টা রিলসেও মানুষ ভিডিয়ো তৈরি করতে পারেন, দেখতে পারেন অন্যের রিলস। এদিকে আবার ইউটিউবের কাছেও রয়েছে একটি মিউজ়িক স্ট্রিমিং সার্ভিস, যার নাম YouTube Music। সেখানে আপনি নানাবিধ মিউজ়িক ভিডিয়ো দেখতে পাবেন।

এদিকে চলতি মাসের শুরুতেই Spotify জানিয়েছে যে, তাদের পডকাস্ট ইউনিট থেকে 200রও বেশি কর্মী ছাঁটাই করা হবে। এই কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়াটি সংস্থার দ্বিতীয় রাউন্ডের। এর আগে আরও একবার স্পটিফাইয়ের কর্মী ছাঁটাই করা হয়।

অন্য দিকে ByteDance-এর মতো সংস্থা, যারা আসলে TikTok-এর মালিক, তারাও তাদের মিউজ়িক স্ট্রিমিং সার্ভিস প্রসারিত করতে চলেছে। তাদের সেই মিউজ়িক স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম Resso। সে দিক থেকে দেখতে গেলে আবার Spotify-এর সঙ্গে টক্করও হবে জোরদার। শুধু ByteDance নয়। YouTube-ও তার মিউজ়িক এবং পডকাস্ট অফারিংয়ের প্রসারণ ঘটাতে চলেছে। সব মিলিয়ে শর্ট ভিডিয়ো মেকিং প্ল্যাটফর্মের প্রতিযোগিতা যেখানে ব্যাপক ভাবে শুরু হয়েছে, ঠিক সেখানেই আবার মিউজ়িক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিও সমানতালে একে অপরের সঙ্গে টক্কর দিয়ে চলেছে।