১২টি ভারতীয় ভাষায় গান শোনা যাবে Spotify মোবাইল অ্যাপে, বাংলা-হিন্দি ছাড়াও রয়েছে আর কী কী?

১২টি আঞ্চলিক ভারতীয় ভাষার গান এবার থেকে শোনা যাবে Spotify মোবাইল অ্যাপে। পছন্দসই ভাষা বেছে নিয়ে পছন্দের গান শুনতে পারবেন ইউজাররা।

১২টি ভারতীয় ভাষায় গান শোনা যাবে Spotify মোবাইল অ্যাপে, বাংলা-হিন্দি ছাড়াও রয়েছে আর কী কী?
এই ১২টি ভারতীয় ভাষা ছাড়াও আরও ২৪টি ভাষার গান শোনা যাবে Spotify মোবাইল অ্যাপে।
Follow Us:
| Updated on: Mar 11, 2021 | 10:00 PM

স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী। আর সেখানেই ডাউনলোড করা থাকে বিভিন্ন মিউজিক অ্যাপ। যাত্রাপথে প্রায় সকলেরই সফরসঙ্গী হয় এইসব অ্যাপে থাকা গান। বাংলা-হিন্দি-ইংরেজি ছাড়াও অন্যান্য আঞ্চলিক ভাষার গান বেছে নেওয়ার সুযোগও থাকে এইসব অ্যাপে।

বিভিন্ন মিউজিক অ্যাপের মধ্যে হালফিলে অন্যতম জনপ্রিয় স্পটিফাই (Spotify)। গত মাসে এই অ্যাপ তাদের স্ট্রিম ফেস্টে ঘোষণা করেছিল যে ৩৬টি নতুন ভাষার গান সংযুক্ত হবে Spotify অ্যাপে। এর পাশাপাশি বৃহস্পতিবার অ্যাপের তরফে জানানো হয়েছে ১২টি ভারতীয় ভাষাকে নিজেদের মোবাইল অ্যাপে যুক্ত করবে এই মিউজিক অ্যাপ।

এই ১২টি ভারতীয় ভাষার তালিকায় রয়েছে- বাংলা, হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, ওড়িয়া, মারাঠি, ভোজপুরি, মালয়ালাম, তামিল, তেলুগু, উর্দু এবং কন্নড়। এই ১২টি আঞ্চলিক ভারতীয় ভাষার গান এবার থেকে শোনা যাবে Spotify মোবাইল অ্যাপে। পছন্দসই ভাষা বেছে নিয়ে পছন্দের গান শুনতে পারবেন ইউজাররা।

এই ১২টি ভারতীয় ভাষা ছাড়াও আরও ২৪টি ভাষার গান শোনা যাবে Spotify মোবাইল অ্যাপে। সেই তালিকায় রয়েছে-  ১। Afrikaans, ২। Amharic, ৩। Azerbaijani, ৪। Bulgarian, ৫। Simplified Chinese, ৬। Croatian, ৭। Danish, ৮। Estonian, ৯। Filipino, ১০। Icelandic, ১১। Latvian, ১২। Lithuanian, ১৩। Nepali, ১৪। Norwegian, ১৫। Persian, ১৬। Portuguese, ১৭। Romanian, ১৮। Serbian, ১৯। Slovak, ২০। Slovenian, ২১। Swahili, ২২। Ukrainian, ২৩। Western Punjabi এবং ২৪। Zulu।

নতুন আপডেট অনুযায়ী মোট ৬২টি ভাষায় গান শোনা যাবে Spotify মোবাইল অ্যাপে। সংস্থার তরফে জানানো হয়েছে ওয়েব মাধ্যমে সংযোজিত রয়েইছে এইসব ভাষার গান। এবার মোবাইল অ্যাপের জন্য চালু করা হবে।