Swiggy এবং Zomato-র থেকেও 20% কম খরচে খাবার, Waayu ফুড ডেলিভারি অ্যাপ নিয়ে এলেন সুনীল শেট্টি
Zomato ও Swiggy-র প্রতিযোগী ফুড ডেলিভারি অ্যাপের নাম 'Waayu'। এই অ্যাপের লক্ষ্য হল, রেস্তোরাঁগুলিকে একটি কমিশন-মুক্ত প্ল্যাটফর্ম দেওয়া। এই মুহূর্তে বাজারে যে সব ফুড ডেলিভারি অ্যাপগুলি রয়েছে, তাদের থেকে অন্তত 15-20 শতাংশ সস্তায় মানুষের কাছে খাবার পৌঁছে দেবে Waayu।

Swiggy এবং Zomato-কে টক্কর দিতে এবার আসরে নামলেন বলিউডের আন্না সুনীল শেট্টি (Suniel Shetty)। ফুড ডেলিভারি অ্যাপ নিয়ে এসে চমক দিলেন অভিনেতা। Zomato ও Swiggy-র প্রতিযোগী সুনীলের সেই ফুড ডেলিভারি অ্যাপের নাম ‘Waayu’। এই অ্যাপের লক্ষ্য হল, রেস্তোরাঁগুলিকে একটি কমিশন-মুক্ত প্ল্যাটফর্ম দেওয়া। এই মুহূর্তে বাজারে যে সব ফুড ডেলিভারি অ্যাপগুলি রয়েছে, তাদের থেকে অন্তত 15-20 শতাংশ সস্তায় মানুষের কাছে খাবার পৌঁছে দেবে Waayu। মোটা টাকার কমিশন, অন্যায্য র্যাঙ্কিং, পক্ষপাতদুষ্ট রিভিউ, খাবারের নিম্নমান- এই সব গুরুতর সমস্যাগুলিকে অ্যাড্রেস করবে সুনীল শেট্টির ফুড ডেলিভারি অ্যাপটি।
সুনীল শেট্টি এই ফুড ডেলিভারি অ্যাপে বিনিয়োগ করেছেন। তবে তিনি ছাড়াও Destek HORECA নামের একটি স্টার্টআপ এই ফুড ডেলিভারি অ্যাপে বিনিয়োগ করেছে। সংস্থার প্রতিষ্ঠাটা হলেন দুই উদ্যোগপতি অনিরুদ্ধ কোটগিরে এবং মন্দার লান্ডে। এটি SaaS বা সফটওয়্যার অ্যাজ় আ সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা প্রাথমিক ভাবে মুম্বইয়ের 1,000 রেস্তোরাঁর সঙ্গে সংযোগ স্থাপন করবে। পরবর্তীতে এই পরিষেবা ঠিক একই পদ্ধতিতে ছড়িয়ে পড়বে দেশের আরও বিভিন্ন প্রান্তে।
Waayu অ্যাপটি রেস্তোরাঁগুলির কাছ থেকে কোনও কমিশন ফি চার্জ করবে না। আর তার ফলেই আখেরে প্রতিযোগী অন্যান্য প্ল্যাটফর্মের থেকে আরও কম দামে কাস্টমারদের কাছে খাবার পৌঁছে দিতে পারবে অ্যাপটি। প্ল্যাটফর্মটির লক্ষ্যই হল, গ্রাহকদের সস্তায়, যথাসময়ে এবং গুণমান যুক্ত খাবার সরবরাহ করা। অন্যান্য ফুড ডেলিভারি অ্যাপগুলি যে সব সমস্যায় জর্জরিত যেমন, বেশি দাম, খাবার ডেলিভারি করতে সময় লাগানো, দুর্বল স্বাস্থ্যবিধি, নিম্নমানের এবং গ্রাহক সহায়তার সমস্যাগুলি এড়ানো।
এই অ্যাপের মূল প্রতিষ্ঠাতা অনিরুদ্ধ কোটগিরে বলছেন, “WAAYU অ্যাপ কমিশন-ফ্রি মডেল গ্রহণ করে অনলাইন ফুড ডেলিভারি শিল্পে অন্য মাত্রা যোগ করবে। আমাদের 16টি রেভিনিউ স্ট্রিম রয়েছে। কিন্তু সবগুলোই প্রথম থেকে শুরু করা হবে না। প্রত্যেক আউটলেট প্রতি মাসে $1,000 এর প্রাথমিক মূল্যে রেস্তোরাঁগুলির সঙ্গে আমাদের একটি নির্দিষ্ট আর্থিক চুক্তি হবে। পরবর্তীতে, এটি মাসে 2,000 মার্কিন ডলারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। প্রত্যেক অর্ডারে কোনও কমিশন থাকবে না।”





