ভারতে আসছে ভিভো এক্স ৬০ সিরিজ, ফোন কেনা যাবে অ্যামাজন-ফ্লিপকার্টে
আগামী ২৫ মার্চ ভিভো এক্স ৬০ সিরিজের মোট তিনটি মডেল লঞ্চ হবে ভারতে।
ভিভো এক্স-৬০ সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ২৫ মার্চ লঞ্চ হবে এই সিরিজের তিনটি মডেল। চিনে ইতিমধ্যেই ভিভো এক্স-৬০ সিরিজ লঞ্চ হয়েছে। এবার পালা ভারতের। জানা গিয়েছে, ভিভো এক্স ৬০ প্রো প্লাস, ভিভো এক্স ৬০ প্রো এবং ভিভো এক্স ৬০— এই তিনটি মডেল লঞ্চ হবে ভারতে। সূত্রের খবর, অনলাইন শপিং সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে এইসব ফোন কেনা যাবে। এই দু’টি ই-কমার্স সংস্থাতেই টিজার পেজ চালু হয়েছে।
ভিভো এক্স ৬০ সিরিজের তিনটি মডেলের সম্ভাব্য ফিচার-
১। তিনটি মডেলেই থাকবে অ্যানড্রয়েড ১১ ভার্সান। সেই সঙ্গে থাকে ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে।
২। ভিভো এক্স ৬০ প্রো প্লাসে থাকবে Snapdragon 888 SoC। সেই সঙ্গে থাকবে Adreno 660 GPU।
৩। ভিভো এক্স ৬০ প্রো প্লাস মডেলে থাকবে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
৪। ভিভো এক্স ৬০ প্রো এবং ভিভো এক্স ৬০, এই দু’টি মডেলে থাকবে Exynos 1080 SoC। সেই সঙ্গে থাকবে স্ট্যান্ডার্ড ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ।
৫। ভিভো এক্স ৬০ প্রো প্লাস মডেলে থাকবে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেনসরের সঙ্গে থাকবে ৪৮ মেগাপিক্সলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (ম্যাক্রো শুটার), ৩২ মেগাপিক্সেলের পোর্ট্রেট শুটার, ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরায় থাকবে ৩২ মেগাপিক্সেল সেনসর।
৬। ভিভো এক্স ৬০ প্রো- র ক্ষেত্রেও থাকবে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার, ১৩ মেগাপিক্সেল পোর্ট্রেট শুটার, ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ শুটার। এক্ষেত্রেও ফ্রন্ট ক্যামেরায় থাকবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেনসর।
৭। ভিভো এক্স ৬০ মডেলে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এক্ষেত্রেও থাকবে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি শুটার, ১৩ মেগাপিক্সেল পোর্ট্রেট শুটার। ফ্রন্ট ক্যামেরায় থাকবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেনসর।
৮। ভিভো এক্স ৬০ প্রো মডেলের ব্যাটারি 4,200mAh, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ভিভো এক্স ৬০ প্রো প্লাস মডেলের ক্ষেত্রে থাকবে 55W ফাস্ট চার্জিং সাপোর্ট। ভিভো এক্স ৬০ মডেলের ব্যাটারি 4,300mAh। এক্ষেত্রে থাকবে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট।
৯। তিনটি মডেলেই থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।