হোলির রঙ থেকে কীভাবে বাঁচাবেন আপনার স্মার্টফোন এবং অন্যান্য গ্যাজেট, জেনে নিন
কীভাবে রঙ এবং জলের থেকে নিজের শখের গ্যাজেট বাঁচিয়ে রাখবেন, তার জন্য রইল কিছু টিপস।
হোলি খেলার সময় অনেকেরই সঙ্গে থাকে ফোন। পকেটে ফোন রেখেই রঙ খেলায় মাতেন অনেকে। তবে শুধু ফোন নয়, হেডফোন, স্মার্টওয়াচ এইসবও থাকতে পারে কারও সঙ্গে। হোলি খেলার সময় বেকায়দায় ফোনে বা অন্যান্য গ্যাজেটে রঙ বা জল লেগে গেলেই মুশকিল।
কীভাবে রঙ এবং জলের থেকে নিজের শখের গ্যাজেট বাঁচিয়ে রাখবেন, তার জন্য রইল কিছু টিপস।
আরও পড়ুন- গ্যাজেটের ভালমন্দ, প্রযুক্তি কি সত্যিই উপকারি? নাকি সমস্যাতেও ফেলে অনেকসময়
১। সবচেয়ে ভাল হয় যদি হোলি খেলার সময় সঙ্গে ফোন, হেডফোন বা স্মার্টওয়াচ না রাখেন। বাকি দুটো গ্যাজেট বাদ দিলেও, বিভিন্ন কারণে স্মার্টফোন সঙ্গে রাখতেই হয়। অতএব, একটা প্লাস্টিকের পাউচে ফোন ভরে তারপর সেটা পকেটে রাখুন।
২। ফোনে জল লাগলে ফোন একবার অফ করে নিন। তারপর ভাল করে শুকনো নরম কাপড় দিয়ে মুছে নিতে হবে। খবরদার হেয়ার ড্রায়ার দিয়ে ফোন শুকাতে যাবেন না।
৩। যাঁদের ফোনে বায়োমেট্রিক লক রয়েছে, তাঁরা হোলি খেলতে নামার আগেই ফোন লক করার জন্য পিন নম্বর বা প্যাটার্ন দিয়ে রাখুন।
৪। ফোন ভেজা থাকা অবস্থায় কখনই চার্জে বসাবেন না। সম্পূর্ণ শুকনো হলে, তবেই চার্জে বসাবেন স্মার্টফোন।
৫। হোলি খেলার সময় সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক না রাখাই ভাল। পোর্টের অংশে রঙে বা আবির লেগে গ্যাজেট নষ্ট হয়ে যেতে পারে।
৬। হেডফোনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি হেডফোনে রঙ লেগে যায়, তাহলে নেলপলিশ তোলার রিমুভার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। তবে যে অংশ থেকে আওয়াজ বের হয়, যেখানে রিমুভার দেবেন না। সবচেয়ে ভাল, হোলি খেলার সময় হেডফোন ব্যবহার না করা। কারণ বেশিরভাগ হেডফোন ওয়াটারপ্রুফ হয় না। যদি কোনও কারণে জল লেগে তাহলে ভাল করে না শুকানো পর্যন্ত ব্যবহার করবেন না।
৭। হোলি পার্টিতে ঘড়ি বা স্মার্টওয়াচ না পরাই ভাল। এইসব ফিট ব্যান্ড ওয়াটারপ্রুফ হলেও জল বা রঙ না লাগানোই ভাল। আর যদি স্মার্টওয়াচ বা ঘড়ি পড়ে চলে যান হোলি পার্টিতে, তাহলে প্লাস্টিকে মুড়িয়ে রাখুন।