হোয়াটসঅ্যাপ থেকে উধাও হবে ছবি! আসছে নতুন ফিচার ‘ডিসঅ্যাপিয়ারিং ফটো’

একই ধরণের একটি পরিষেবা রয়েছে ইনস্টাগ্রামে। সেখানে আপনি যদি কাউকে ডিসঅ্যাপিয়ারিং ফটো বা ভিডিয়ো পাঠান এবং সেই ব্যক্তি ওই ফটো বা ভিডিয়ো খুলে নেন, তারপর আর ওই ছবি বা ভিডিয়ো চ্যাটবক্সে থাকবে না।

হোয়াটসঅ্যাপ থেকে উধাও হবে ছবি! আসছে নতুন ফিচার 'ডিসঅ্যাপিয়ারিং ফটো'
WaBetaInfo তাদের টুইটারে বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, একজন রিসিভার একটি ছবি খোলার পর এবং চ্যাটবক্স থেকে বেরিয়ে যাওয়ার পর, ওই নির্দিষ্ট ছবিটি ডিলিট হয়ে যাবে।
Follow Us:
| Updated on: Mar 04, 2021 | 5:57 PM

হোয়াটসঅ্যাপ থেকে আপনাআপনি মুছে যাবে ফটো। ম্যাজিক নয়, চালু হচ্ছে এমনই ফিচার।

‘ডিসঅ্যাপিয়ারিং ফোটো ফিচার’, এই অপশনের সাহায্যে হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হবে ছবি। আপাতত এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি লঞ্চ হবে এই ফিচার। অ্যানড্রয়েড এবং আইওএস, দুই ভার্সানের জন্যই চালু হবে এই অপশন।

WaBetaInfo তাদের টুইটারে বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, একজন রিসিভার একটি ছবি খোলার পর এবং চ্যাটবক্স থেকে বেরিয়ে যাওয়ার পর, ওই নির্দিষ্ট ছবিটি ডিলিট হয়ে যাবে। এই ডিসঅ্যাপিয়ারিং ছবি পাঠানোর জন্য, প্রথমে গ্যালারিতে গিয়ে ইউজারকে ছবি বেছে নিতে হবে। এরপর ছবি সিলেক্ট করলেই ইউজাররা একটি ঘড়ির মতো আইকন পাবেন। ‘অ্যাড এ ক্যাপশন’ অপশনের পাশেই থাকবে এই ‘ক্লক লাইন’ আইকন। এই আইকনে ট্যাপ করতে হবে। এরপরই আপনার কনট্যাক্ট লিস্টের নির্দিষ্ট কনট্যাক্টের কাছে ‘ডিসঅ্যাপিয়ারিং ফটো’ পাঠাতে পারবেন।

একই ধরণের একটি পরিষেবা রয়েছে ইনস্টাগ্রামে। সেখানে আপনি যদি কাউকে ডিসঅ্যাপিয়ারিং ফটো বা ভিডিয়ো পাঠান এবং সেই ব্যক্তি ওই ফটো বা ভিডিয়ো খুলে নেন, তারপর আর ওই ছবি বা ভিডিয়ো চ্যাটবক্সে থাকবে না। যতক্ষণ না আপনি ওই ছবি বা ভিডিয়ো রিপ্লে করছেন, ততক্ষণ আর ওই ছবি বা ভিডিয়ো দেখা যাবে না।

এর পাশাপাশি এটাও জানা গিয়েছে যে, ফোনের গ্যালারিতে ডিসঅ্যাপিয়ারিং ছবি সেভ করে রাখার কোনও সুবিধা থাকবে না। এই ধরণের ছবি ফরোয়ার্ড করাও যাবে না।