বাবার পথেই বাইচুং পুত্র উগেন
TV9বাংলা ডিজিটালঃ ক্রীড়াঙ্গনে পিতাপুত্র। ক্রিকেট, টেনিস বা ব্যাডমিন্টন-সবকিছুতেই সাফল্যের সঙ্গে দুই প্রজন্ম দাপিয়েছে। ব্যতিক্রম কিন্তু ফুটবল। অতীতে অনেক ফুটবলারের পরের প্রজন্মরা মাঠে নেমেছে। কিন্তু বাবার সুনাম তাঁর জার্সিতেও লেগেছে এমন কোনও উদাহরণ নেই। প্রাক্তন কিংবদন্তী অরুময় নৈগমের ছেলে কলকাতায় এসে খেলেছেন। সফল হননি। জামশিদ নাসিরির ছেলে কিয়ান গত মরসুমেই ছিলেন মোহনবাগানে। ময়দানের সফল কোচ রঘু […]
TV9বাংলা ডিজিটালঃ ক্রীড়াঙ্গনে পিতাপুত্র। ক্রিকেট, টেনিস বা ব্যাডমিন্টন-সবকিছুতেই সাফল্যের সঙ্গে দুই প্রজন্ম দাপিয়েছে। ব্যতিক্রম কিন্তু ফুটবল। অতীতে অনেক ফুটবলারের পরের প্রজন্মরা মাঠে নেমেছে। কিন্তু বাবার সুনাম তাঁর জার্সিতেও লেগেছে এমন কোনও উদাহরণ নেই। প্রাক্তন কিংবদন্তী অরুময় নৈগমের ছেলে কলকাতায় এসে খেলেছেন। সফল হননি। জামশিদ নাসিরির ছেলে কিয়ান গত মরসুমেই ছিলেন মোহনবাগানে। ময়দানের সফল কোচ রঘু নন্দীর পুত্র রাজদীপও ফুটবলার হিসেবে তেমন কিছু করতে পারেননি। বাবার মতই এখন কোচিংয়ে নেমে পড়েছেন রাজদীপ।
তবে এবার সেই তালিকায় সংযোজন হতে চলেছেন ভারতীয় ফুটবলের সুপারস্টার বাইচুং ভুটিয়ার পুত্র। গুরগাঁও-তে বাবার অ্যাকাডেমিতে ফুটবলের অআকখ শেখার পাঠ নিতে ভর্তি হল উগেন কালজাং ভুটিয়া। গুরগাঁও-তে অ্যাকাডেমিতেই উগেনকে ফুটবলার হিসেবে গড়ে তুলতে চান পাহাড়ি বিছে। তবে ছেলের ফুটবল ভবিষ্যত বা তাকে নিয়ে পরিকল্পনা নিয়ে মুখ খুলতে নারাজ প্রাক্তন ভারত অধিনায়ক।
উগেন কালজাং ভুটিয়া ছবি সৌঃ ফেসবুক
বাবা ছিলেন স্ট্রাইকার। বক্সে ঢুকলে বিপক্ষের ডিফেন্সে শুরু হত কাঁপুনি। তবে পুত্র উগেন বাবা বাইচুংয়ের মত স্ট্রাইকিং পজিশনে খেলতে গররাজি। তার পছন্দ, অ্যাটাকিং মিডফিল্ডার পজিশন। বিপক্ষের মাঝমাঠ থেকে ডিফেন্স চেরা স্বপ্নের পাস। স্বপ্ন দেখেন উগেন। ছেলের স্বপ্ন নিয়েও মুখ খুলতে চাননা বাইচুং। একটিই কথা, ও নিজের মত ফুটবলার হিসেবে বড় হোক।
বাইচুংয়ের অ্যাকাডেমিতে উগেন ছবি সৌঃ ফেসবুক
লালা অমরনাথ-মোহিন্দর অমরনাথ, রমানাথন কৃষ্ণণ-রমেশ কৃষ্ণণ, নান্দু নাটেকর-গৌরব নাটেকরের মত পিতা-পুত্রের দাপটের ইতিহাস ভারতীয় খেলাধুলায় বর্তমান। এক খেলার বিখ্যাত পিতার পুত্র অন্য খেলায় তারকা হয়ে উঠেছেন এই উদাহরণও রয়েছে। ভেস পেজ-লিয়েন্ডার পেজ হোক বা নঈমুদ্দিন-ফজলুদ্দিন। এবার ফুটবলে সেই ছবি দেখা যাবে কিনা, তার অপেক্ষায় এখন ভারতীয় ফুটবল।