গতবারের প্রভাব পড়বে না শুক্রবারের ম্যাচে,হুঙ্কার হাবাসের
TV9 বাংলা ডিজিটাল: আইএসএলের(Indian super league) শুরুতেই ধুন্ধুমার লড়াই। গোয়ায় শুক্রবার এবারের আইএসএলের উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের(kerala blasters) সামনে এটিকে মোহনবাগান(atk mohun bagan)। আমনে সামনে আইএসএল জয়ী কোচ আর আই লিগ জয়ী কোচ। গতবার কেরালার কাছে দুই পর্বের ম্যাচেই হারতে হয়েছিল প্রীতম কোটাল,রয় কৃষ্ণাদের। উদ্বোধনী ম্যাচের ৪ দিন আগে অবশ্য় গতবারের জোড়া হারকে গুরু্তব দিতে […]
TV9 বাংলা ডিজিটাল: আইএসএলের(Indian super league) শুরুতেই ধুন্ধুমার লড়াই। গোয়ায় শুক্রবার এবারের আইএসএলের উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের(kerala blasters) সামনে এটিকে মোহনবাগান(atk mohun bagan)। আমনে সামনে আইএসএল জয়ী কোচ আর আই লিগ জয়ী কোচ। গতবার কেরালার কাছে দুই পর্বের ম্যাচেই হারতে হয়েছিল প্রীতম কোটাল,রয় কৃষ্ণাদের। উদ্বোধনী ম্যাচের ৪ দিন আগে অবশ্য় গতবারের জোড়া হারকে গুরু্তব দিতে নারাজ হাবাস(habas)। আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান কার্যত হুঙ্কারের সুরে বলছেন,”আমরা হেরেছিলাম ঠিকই ,কিন্তু চ্যাম্পিয়নও হয়েছিলাম। গতবারের কেরালা ম্যাচের ফলাফলের প্রভাব শুক্রবারের ম্যাচে পড়বে বলে মনে করি না”।
5andesh says…⏳?#ATKMohunBagan #Mariners #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/rl388eN0Ib
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) November 15, 2020
রবিবার থেকেই কেরালা ম্যাচের বিশেষ প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ। অতীত নয়,ভবিষ্যত নিয়েই ভাবতে চান ২বারের আইএসএল জয়ী কোচ। জয়ের জন্য পজিটিভ মানসিকতা নিয়ে মাঠে নামতে চান এটিকে মোহনবাগান কোচ। গতবারের থেকে দলের শক্তি বেড়েছে। এটিকে মোহনবাগানে যুক্ত হয়েছেন সন্দেশ জিঙ্ঘান,শুভাশিস বসুর মত জাতীয় দলের ফুটবলার। ব্রিসবেন রোয়ার থেকে এসেছেন ব্র্যাড ইনমান। তা সত্বেও ভিকুনার দলের মোকাবিলা করার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ হাবাস।
With 15 goals, @RoyKrishna21 was joint ? goal scorer last campaign ? pic.twitter.com/I7eweXHNHg
— Indian Super League (@IndSuperLeague) November 15, 2020
প্রথমে ভিকুনা চ্যালেঞ্জ। তারপরই কলকাতা ডার্বি। শুরুতেই দুটো কঠিন ম্যাচ। তার আগে এটিকে মোহনবাগানের প্রস্তুতি নিয়ে খুশি নন স্প্যানিশ কোচ। হাবাস সাফ বলছেন,”করোনা পরিস্থিতিতে নানা নিয়মের জন্য যেমন প্রস্তুতি নেওয়ার দরকার ছিল,তা নিতে পারিনি। ফুটবলারদের যতদিন মাঠে নেমে ট্রেনিং করার দরকার ছিল,তাও হয়নি। অনুশীলন ম্যাচ খেলারও সুযোগ হয়নি।” এতকিছুর পরও কোনও অজুহাত দিতে চান না আইএসএল জয়ী কোচ।