Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TVS I QUBE: স্কুটির খরচ দিনে ৩ টাকা

TVS I QUBE: ২০২২-২৩ অর্থবর্ষে ১০ লাখ ইলেকট্রিক যান বিক্রি হয়েছে ভারতে। দূষণ বিহীন এই বাহন বর্তমান ভারতের ট্রেন্ড। এই ভিডিয়োয় রইল দারুণ এক বৈদ্যুতিক দুচাকার সুলুক সন্ধান।

Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 7:26 PM

২০২২-২৩ অর্থবর্ষে ১০ লাখ ইলেকট্রিক যান বিক্রি হয়েছে ভারতে। দূষণ বিহীন এই বাহন বর্তমান ভারতের ট্রেন্ড। এই ভিডিয়োয় রইল দারুণ এক বৈদ্যুতিক দুচাকার সুলুক সন্ধান। টিভিএস আই কিউব। একবার চার্জে ১০০ কিলোমিটার চলে এই স্কুটি। সর্বোচ্চ গতিবেগ ৮০ কিমি/ ঘণ্টা। TVS এর দাবি কেউ রোজ ৩০ কিমি এই স্কুটি চালালে তার খরচ পড়বে ৩ টাকা। কী কী আছে TVS iQube এ? ব্যাটারি 3.4 kwh ব্যাটারি ফুল চার্জ হয় ৪ থেকে ৫ ঘণ্টায়। আছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। ৫ ইঞ্চির TFT স্ক্রিনে রাইডিং, ব্যাটারি ও অন্যান্য তথ্য দেখা যায়। আছে স্মার্ট হেলমেট কানেক্টিভিটি, ইনকগনিটো রাইড মোড। আছে USB চার্জার পোর্ট, SMS এলার্ট, জিওফেন্সিং, নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, রিমোট চার্জ অ্যাসিস্ট। এই স্কুটির ব্যাটারিতে রয়েছে ৩ বছরের ওয়ার‍্যান্টি। রয়েছে অ্যান্টি থেফট সিকিউরিটি কিট। আছে স্কুটির লাইভ লোকেশন জানার সুবিধা। TVS iQube এর ১৭ লিটারের আন্ডারসিট স্টোরেজ আছে। TVS iQube এর অন্য রোড দাম ১ লাখ টাকা।