Viral Video: রাস্তায় সব গাড়ি দাঁড় করিয়ে তুমুল নাচ স্বল্পবসনা যুবতীর, তারপর এক বাইক চালক যা করলেন…

Latest Viral Video: একটি ভিডিয়ো আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক যুবতি রাস্তায় ট্রাফিক সিগনালে ভিডিয়ো করবে বলে নাচছিল। ঠিক সেই সময় রাস্তায় এক যুবক এমন কিছু করে, যা দেখে আপনি চমকে উঠবেন।

Viral Video: রাস্তায় সব গাড়ি দাঁড় করিয়ে তুমুল নাচ স্বল্পবসনা যুবতীর, তারপর এক বাইক চালক যা করলেন...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 1:36 PM

Viral Video Today: আজকাল রিল এবং ভিডিয়ো বানানোর জন্য মানুষ কত কী-ই না করছে। লাইক আর ভিউ-এর লোভে নিজের জীবনের পরোয়াও করছে না। শুধু তাই নয়, মেট্রো থেকে শুরু করে, বাসে, রাস্তার সিগনালে এমন কিছু করছে, যা দেখে বিরক্তি প্রকাশ করা ছাড়া আর কোনও উপায় থাকছে না। অনেক নেটিজেনই সেই সব ভিডিয়োয় ক্ষোভ প্রকাশ করছেন। তেমনই একটি ভিডিয়ো আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক যুবতি রাস্তায় ট্রাফিক সিগনালে ভিডিয়ো করবে বলে নাচছিল। ঠিক সেই সময় রাস্তায় এক যুবক এমন কিছু করে, যা দেখে আপনি চমকে উঠবেন। আর এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের মধ্য়ে মতবিরোধ তৈরি হয়। কেউ বলে যুবকটি একদম সঠিক কাজ করেছে, আর কেউ যুবকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ব্যস্ত রাস্তা। আর তার মাঝেই গাড়ি থামিয়ে নাচছেন এক মহিলা। অনেক গাড়িই পিছন থকে হর্ন দিচ্ছে, যাওয়ার জন্য কিন্তু তিনি শুনতে নারাজ। তার জায়গা থেকে একটুও সরতে রাজি নয় সেই মহিলা। রিল বানানোর জন্য নাচতে শুরু করলেন। কিন্তু মানুষ আর কত অপেক্ষা করবে? তাই একজন বাইক চালক এসব দেখে এতটাই রেগে গেলেন যে, তিনি সেই মহিলাকে চড় মেরে চলে গেলেন।

এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আবার অনেকে রাস্তায় এই ধরনের কাজ করা যায় কি না সেই নিয়েও প্রশ্ন তুলছেন। আগেও এই ধরনের অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশও ব্যবস্থা নেয়, কিন্তু তারপরও কিছু লোক তাদের এসব কাজ থেকে বিরত থাকে না।