Viral Video: বাইকেও দেশি জুগাড়! 3 জন ওঠার পর আর জায়গা ছিল না সিটে, তারপরই যা কাণ্ড হল…
Latest Viral Video: এই ভিডিয়োটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী @candidvansh নামের এক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 35 লাখ ভিউ এবং 1.5 লাখের বেশি লাইক হয়েছে।
Viral Video Today: রাস্তায় কতজনই বা ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালায়। যত নিয়মই আনা হক না কেন, বহু মানুষই তার অমান্য করবে। আর তার জন্যই করা হয় জরিমানা। কিন্তু তাতেও চারিদিকে তাকিয়ে দেখা যা, কারও মাথায় হেলমেট নেই, আবার কোনও বাইকে 5 থেকে 7 জন চড়ছেন। কিন্তু বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। অধিকাংশ নেটিজ়েনের হাসি থামানো দায় হয়ে গিয়েছে। একটি বাইকে চারজন বসেছেন। আপানর মনে হতে পারে, সে আবার এমন কি নতুন কথা। এমন ঘটনা তো সাধারণ। কিন্তু না আদতে বাইকে তিনজন বসেছেন। আর একজন কলে বলেছেন। কোনও ছোট বাচ্চা নয়। বাইকে জায়গা না হওয়ায় কোলেই বসতে হয়েছে তাকে। এদিকে চালক সেই অবস্থায় দিব্যি বাইক চালিয়ে যাচ্ছেন। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে একটি বাইক যাচ্ছে। যাতে চার জন বসে আছে। তিন জন বসার পরে জায়গা হয়নি সিটে। কিন্তু তাতে কী! গন্তব্যে তো যেমন করে হক পৌছাতেই হবে। তাই একমাত্র জায়গা খুঁজে নিলেন কোলেই। একদম শেষে যিনি বসে রয়েছেন, তার কোলে উঠে পরে যাচ্ছেন এক জায়গা থেকে অন্য এক জায়গায়। বাইক হেলে রয়েছে এক দিকে। কিন্তু সেই সবকে একটুও তোয়াক্কা না করেই বাইক চালক দিব্যি এগিয়ে চলেছেন।
View this post on Instagram
এই ভিডিয়োটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী @candidvansh নামের এক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 35 লাখ ভিউ এবং 1.5 লাখের বেশি লাইক হয়েছে। তৃতীয় মহিলার বসার ধরন দেখে মানুষ হতবাক। আর তাই সেই দৃশ্য দেখে অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এই সব একমাত্র এই দেশেই সম্ভব।”