Viral Video: জুতো সারাই করেন চিনাম্যান! বিজ্ঞাপনের জন্য বানিয়ে ফেললেন জুতোর গাড়ি, মজাদার ভিডিয়ো

Viral Video Today: চিনে (China) এবার আর এক অবাক কাণ্ড দেখা গেল। তাকে যদিও প্রযুক্তির অভাবনীয় উদ্ভাবনই বলতে হয়। দেখা গেল, এক ব্যক্তি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন জুতোয় (Shoe) শরীর গলিয়ে! হ্যাঁ, পায়ে জুতো তো ছিলই। তবে তিনি যে গাড়িটি (Car) নিয়ে বেরিয়েছেন, তা-ও একটা জুতোর মতোই দেখতে।

Viral Video: জুতো সারাই করেন চিনাম্যান! বিজ্ঞাপনের জন্য বানিয়ে ফেললেন জুতোর গাড়ি, মজাদার ভিডিয়ো
এমনও গাড়ি হয়!
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2023 | 11:59 PM

Latest Viral Video: চিন এমনই এক দেশ, সেখানে অদ্ভুত সব কাণ্ড কারখানা আপনি দেখতে পাবেন। কখনও ট্রেন চলে যাচ্ছে বাড়ি ভেদ করে, কখনও আবার আকাশ থেকে বৃষ্টির বদলে পড়ছে কেঁচো! সে দেশে যেন অদ্ভুত সব ঘটনার ঘনঘটা। এহেন চিনেই (China) এবার আর এক অবাক কাণ্ড দেখা গেল। তাকে যদিও প্রযুক্তির অভাবনীয় উদ্ভাবনই বলতে হয়। দেখা গেল, এক ব্যক্তি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন জুতোয় (Shoe) শরীর গলিয়ে! হ্যাঁ, পায়ে জুতো তো ছিলই। তবে তিনি যে গাড়িটি (Car) নিয়ে বেরিয়েছেন, তা-ও একটা জুতোর মতোই দেখতে।

আপনি ভাবতে পারেন, জুতোর ভিতরে তো শুধু পা-ই ঢোকে। তাতে আবার শরীর কীভাবে ঢোকানে যায়। কিন্তু এই জুতো বিরাট। একে আপনি জুতোর গাড়ি বলতে পারেন। নেটিজ়েনরা এই গাড়িটিকে দেখার পর অবাক হয়ে গিয়েছেন। সকলেই ভাবতে শুরু করেছেন, এমনও হতে পারে? আসলে এটা একটা মডিফায়েড গাড়ি। ওই ব্যক্তি নিজে জুতো সারাই করেন। দোকানের বিজ্ঞাপনে তিনি জুতোর আকারেই গাড়িটি বানিয়ে ফেলেছেন।

সেই গাড়িতে আবার চিনের পতাকাও লাগানো রয়েছে। রয়েছে চারটি চাকা। তিনি গাড়িটি চালিয়ে এলেন এবং সেটি পার্ক করলেন একটি দোকানের সামনে। গাড়িতে কেবল একজনই বসতে পারেন। হ্যাঁ, চালক ছাড়া আর কারও জায়গা নেই সেখানে। সেই চালকের আসনটিও বেশ লম্বা, আরাম করে বসার জন্য যথেষ্ট।

ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে iamk24 নামক একটি পেজ থেকে। সেখানে এমনই সব অত্যাধুনিক প্রযুক্তির নানাবিধ ভিডিয়ো শেয়ার করা হয়। চার দিন আগে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ এক লাখের কাছাকাছি হতে চলেছে। কেউ কেউ আবার কমেন্ট সেকশনে লিখেছেন, জুতো সারাইয়ের দোকানের চমৎকার বিজ্ঞাপন।