Viral Video: ‘ঝুমে জো পাঠান’ গানে উদ্দাম নাচ কোরিয়ান ড্যান্স গ্রুপের, ভাইরাল ভিডিয়ো

Korean Dance Group Viral Video: শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা পাঠান মুক্তির বেশ কয়েকটি দিন কেটে গিয়েছে। আর তারপরেও মানুষের মধ্য়ে আলোচনার বিষয় হয়ে রয়েছে পাঠান সিনেমাটি। এই সিনেমার গানও বেশ জনপ্রিয় হয়েছে।

Viral Video: 'ঝুমে জো পাঠান' গানে উদ্দাম নাচ কোরিয়ান ড্যান্স গ্রুপের, ভাইরাল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 8:45 AM

Latest Viral Video: শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা পাঠান মুক্তির বেশ কয়েকটি দিন কেটে গিয়েছে। আর তারপরেও মানুষের মধ্য়ে আলোচনার বিষয় হয়ে রয়েছে পাঠান সিনেমাটি। এই সিনেমার গানও বেশ জনপ্রিয় হয়েছে। অনেকেই গানটি রিক্রিয়েট করছেন। আবার অনেকে এই গানে নাচের হুক স্টেপগুলিও করে দেখাচ্ছেন। এমনকি দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে হিন্দি গান জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, কোরিয়ান এক নাচের দল পাঠান সিনেমার ঝুমে জো পাঠান গানে নাচছেন। বর্তমানে কোরিয়ান সিনেমা, ওয়েব সিরিজগুলি এখনকার জেনারেশনের এর কাছে বেশ জনপ্রিয়। তাদের গানের ব্যান্ড, এমনকি নাচের গ্রুপগুলিও এদেশে বেশ জনপ্রিয়তা লাভ করছে। তবে সমস্তটাই তাদের কায়দায়। কিন্তু এবার যা দেখা গেল তা সম্পূর্ণ ভিন্ন। আর তাই ভিডিয়োটি বিপুল সংখ্য়ক মানুষের নজর কেড়েছে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাঁচ কোরিয়ানদের একটি দলকে গানটির হুকটেপ করে দেখাচ্ছে। এই রিলে তাদের শাহরুখের মতোই স্টেপ করতে দেখা যাচ্ছে। ক্লিপের শুরুতে গানটি চলার সঙ্গে সঙ্গে পুরো দল শাহরুখের মতোই নাচতে শুরু করে। দেশ টপকে কোরিয়াতে ঝুমে জো পাঠান গানে নাচ দেখে অবাক অধিকাংশ নেটিজেন। ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়াতে ভিডিয়োটি বিরাট পছন্দ করছেন এবং বিশেষ করে তারা ভারতের মানুষের কাছ থেকে প্রচুর ভালবাসা পাচ্ছেন।

ইন্সটাগ্রামে শেয়ার করার পর থেকে ঝরের বেগে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। এখনও পর্যন্ত 2 লাখ 28 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ওরা শাহরুখের মতোই স্টেপ করছে।” আবার কেউ বলেছেন, “দেখতে বেশ ভাল লাগছে।”