Viral Video: টুপ করে নীচে পড়লেই ডজন খানেক কুমিরের খাবার, ভিডিয়ো দেখে ঘাড় ঘোরাতে পারবেন না
Crocodile Viral Video: একটি সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। আর সেই সিঁড়িটি একটি দুর্বল গাছের সঙ্গে হেলান দেওয়া আছে। ওই ব্যক্তি যেখানে দাঁড়িয়ে আছেন, তার কয়েক ফুট নীচেই রয়েছে ডজন খানেক কুমির।
পোষ্য প্রাণী বলতে প্রথমেই যে কয়েকটা নাম মাথায় আসে, কুকুর, বিড়াল বা বড়জোর একটা মাছ। কিন্তু সাপ বা কুমিরকে কেউ পোষ্য হিসেবে বাড়িতে রাখেন, এমনটা কখনও শুনেছেন? স্টিভ আরউইনের মতো ব্যক্তিও সাপ বা কুমির পুষতেন না। তবে সম্প্রতি এমনই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা আপনার ঘুম উড়িতে দিতে পারে। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। আর সেই সিঁড়িটি একটি দুর্বল গাছের সঙ্গে হেলান দেওয়া আছে। ওই ব্যক্তি যেখানে দাঁড়িয়ে আছেন, তার কয়েক ফুট নীচেই রয়েছে ডজন খানেক কুমির। নাটকীয় ক্লিপটি টুইটারে শেয়ার করা হয়েছে @ViciousVideos নামক একটি পেজ থেকে। ভিডিয়োর ভিউ হতে চলেছে প্রায় 3 লাখের কাছাকাছি।
ভয়ঙ্কর এই ক্লিপটিতে একটি সিঁড়িতে এক ব্যক্তিকে দুর্বল গাছের কাণ্ডের সঙ্গে ঝুঁকে থাকতে দেখা যায়। তার চারপাশেই রয়েছে কয়েক ডজন কুমির। কয়েকটি কুমির আবার এমন ভাবেই নড়াচড়া করে উঠছে যে, ব্যক্তির মইটি রীতিমতো লড়তে থাকে। ভয়ঙ্কর কাণ্ড, তাই না? একবার দেখুন, গায়ে কাঁটা দিতে পারে।
OMG ? pic.twitter.com/smhjyr9vX5
— Vicious Videos (@ViciousVideos) February 8, 2023
প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিয়োর ভিউ 299.3K। ভিডিয়োটি দেখে নেটিজেনরা হতবাক হওয়ার পাশাপাশি উদ্বিগ্ন। ঘটনার পরের পরিণতি কতটা বিপজ্জনক হতে পারে তা অনেকেই উল্লেখ করেছেন।
“আমি আপনাকে দেখাতে পারি, ওখান থেকে টুপ করে পড়ে গেলে কী কাণ্ডটা হতে পারে। কিছু প্রাণীর প্রকৃত খাদ্য হয়ে যেতে পারেন”, বললেন একজন। আর একজন যোগ করলেন, “ফ্রায়িং প্যান নিয়ে তৈরি থাকা সেই দাদুটা কোথায়?” তৃতীয়জনের বক্তব্য, “ও বাবা! আমি তো নীচের দিকে তাকিয়েই থাকতে পারছি না।” চতুর্থ জনের মন্তব্য, “আমার তো বুক ধুকপুক করছে।”