Viral Video: হেলমেট না পরলেই ফাইন, এরকম ‘দেশি জুগাড়’ কাজে লাগাতে পারেন আপনিও…
Wearing Pipe Instead Of Helmet: হেলমেট না পরলে বাইক-স্কুটার চালকদের 2,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়। আর এই ভয়েই একজন ব্য়ক্তি হেলমেটের জায়গায় এমন কিছু পরলেন, যা দেখলে আপনি হাসি হামাতে পারবেন না।
Latest Viral Video: রাস্তায় ক’জনই বা বাইক চালানোর সময় বিপদ থেকে বাঁচতে হেলমেট (Helmet) পরেন বলুন তো! বেশিরভাগ মানুষই একটাই ভয় পান তা হল, ট্রাফিক পুলিশের চালান। তবে চালানের ভয়ে পরুন আর বিপদের ভয়ে, হেলমেট ছাড়া বাইক (Bike) চালাবেন না। কারণ হেলমেট না পরলে বাইক-স্কুটার চালকদের 2,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। আর এই ভয়েই একজন ব্য়ক্তি হেলমেটের জায়গায় এমন কিছু পরলেন, যা দেখলে আপনি হাসি হামাতে পারবেন না। সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে বাইক চালক বাড়ি থেকে হেলমেট পরে বেরতে ভুলে গিয়েছেন। আর রাস্তায় বেরিয়ে মনে পড়েছে যে, তার মাথায় হেলমেট নেই। কিন্তু যেভাবেই হোক তিনি ট্রাফিক পুলিশের চালান থেকে বাঁচতে চান। তাই হেলমেটের পরিবর্তে পাইপের (Pipe) দোকান থেকে একটি বড় পাইপের টুকরো কিনে, মাথায় পরে নিয়েছেন। যা দেখলে আপনি অবাক হবেন। হয়তো এসব ভারতেই সম্ভব।
View this post on Instagram
ভিডিয়োয় আপনি দেখতে পাচ্ছেন যে, একজন ব্যক্তি একটি পাইপের দোকানে যান এবং সেখান থেকে একটি কাটা পাইপ কিনে, তা হাতে ধরে আছেন। প্রথমে আপনার এক মুহূর্তের জন্য়ও আপনার মনে হবে না তিনি ওই পাইপটি মাথায় পরতে চলেছেন। কিন্তু কয়েক সেকেন্ড পরেই দেখবেন, তিনি ওই পাইপের টুকরোটি মাথায় গলিয়ে নিলেন। যা দেখে পাইপ বিক্রেতাও অবাক হয়ে, হাসতে থাকেন। তারপর ওই ব্য়ক্তি ওভাবেই বাইক নিয়ে চলে যান। আপনার মনে হতে পারে, উনি আদৌ দেখতে পাচ্ছেন কি না। কিন্তু বাইক নিয়ে চলে যাওয়ার সময় উনি যখন ক্য়ামেরার দিকে তাকান, তখন দেখা যায়, পাইপটি একদম তার মাথায় ভালভাবে বসে গিয়েছে। আপনার কি মনে হয়, উনি চালান থেকে বাঁচতে পারবেন?
এই ভিডিয়োটি বাভান্ডারবিহারী নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে, 82 হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন এবং লক্ষাধিক ভিউ হয়েছে। এছাড়া অনেকে কমেন্ট করে তাদের মতামতও দিয়েছেন।একজন ব্যবহারকারী লিখেছেন, “এটা দেখে পুলিশকর্মীও অজ্ঞান হয়ে যাবেন।”