Viral Video: আরেকটু হলেই…. হাইওয়েতে বাইক দুর্ঘটনার হাড়হিম করা ভিডিয়ো ভাইরাল ইন্টারনেটে

Bike Accident Viral Video: সোশ্য়াল মিডিয়ায় একটি মর্মান্তিক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক ব্য়ক্তি খুব স্পিডে বাইক চালাচ্ছেন, পিছনে আরও এক ব্য়ক্তি বসে আছেন। আর সেই মুহূর্তেই একজন রাস্তা পার হচ্ছিলেন। তারপরে যা হল, তা দেখলে আপনি শিউড়ে উঠবেন।

Viral Video: আরেকটু হলেই.... হাইওয়েতে বাইক দুর্ঘটনার হাড়হিম করা ভিডিয়ো ভাইরাল ইন্টারনেটে
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 9:58 AM

Latest Viral Video: রাস্তায় আপনি হয়তো খুব সাবধানে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছেন। কিন্তু অন্য় কোনও ব্য়ক্তির একটি ছোট ভুলের জন্য় আপনাকে বিপদের মুখে পড়তে হতে পারে। বর্তমানে মানুষের যত তাড়াহুড়ো সব রাস্তাতেই, একথা অস্বীকার করা যাবে না। খেয়াল করে দেখবেন এমন অনেকেই আছেন, যারা ট্রেন-বাস ধরার জন্য় রাস্তায় দৌড়োন বিপদের তোয়াক্কা না করে। ঠিক তেমনই অনেকে এমন স্পিডে গাড়ি চালান যে, তিনি নিজের সঙ্গে সঙ্গে অন্য়দের জন্য়ও বিপদ ডেকে আনতে পারেন। সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমনই একটি মর্মান্তিক ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে এক ব্য়ক্তি খুব স্পিডে বাইক (High Speed Bike) চালাচ্ছেন, পিছনে আরও এক ব্য়ক্তি বসে আছেন। কিন্তু তা সত্বেও বাইকের স্পিডে অনেক বেশি। আর সেই মুহূর্তেই একজন রাস্তা পার হচ্ছিলেন। তারপরে যা হল, তা দেখলে আপনি শিউরে উঠবেন।

View this post on Instagram

A post shared by Denial Roy (@denialroy1)

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ব্যক্তি স্পোর্টস বাইক নিয়ে খুব স্পিডে যাচ্ছেন। আর পিছনে একজন বসে রয়েছেন। তখনই এক ব্য়ক্তি রাস্তা পার করছিলেন। আর সেই বাইকটি বিশাল জোরে ধাক্কা মারে সেই রাস্তা পার হওয়া ব্য়ক্তিটিকে। তিনি উল্টে পড়েন রাস্তায়। আর দু’জন বাইক যাত্রী দূরে ছিটকে পড়েন। বাইক চালকের ভুলের জন্য় পায়ে হেঁটে যাওয়া ব্যক্তিটি ভয়ানক দুর্ঘটনার শিকার হল। তাই বাইক চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। আপনার একটি ছোট ভুল অন্য় কারর জীবন ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

এই ভিডিয়োটি denialroy1 নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি 89 হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “রাস্তায় অনেককেই এভাবে গাড়ি চালাতে দেখা যায়।”আরও এক ব্য়ক্তি কমেন্টে লিখেছেন, “দেখেই মনে হচ্ছে, বাইকটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।” অন্য় এক ব্য়বহারকারী লিখেছেন, “কে-ই বা জানতেন যে, রাস্তায় এমন এক বিপদ ঘনিয়ে আসতে পারে।”