Viral Video: 4 বছরের বাচ্চাকে গুঁতো মেরে তার উপরে বসে পড়ল ষাঁড়, হাড়হিম করা ভিডিয়ো ভাইরাল

Bull Attack Latest Video: 31 সেকেন্ডের একটি ভিডিয়োতে দেখা গেল, একটি গলির রাস্তায় খেলা করছিল 4 বছরের বাচ্চা ছেলেটি। হঠাৎ করেই সামনে থেকে এসে একটি কালো ষাঁড় তার সিং দিয়ে বাচ্চাটিকে গুঁতো মারে। তার কিছু পরেই দেখা গেল, বাচ্চাটির উপরে বসে পড়েছে ওই ষাঁড়।

Viral Video: 4 বছরের বাচ্চাকে গুঁতো মেরে তার উপরে বসে পড়ল ষাঁড়, হাড়হিম করা ভিডিয়ো ভাইরাল
ভয়ঙ্কর ঘটনা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 12:39 PM

Bull Gores Child: আলিগড়ের একটি ভিডিয়ো নেটিজ়েনদের ঘুম কেড়ে নিয়েছে! ভিডিয়োতে দেখা গিয়েছে, বছর চারেকের ছোট্ট বাচ্চাকে গুঁতো মারল বিরাট ষাঁড়। তারপর ছোট্ট শিশুর উপর ষাঁড়টি একপ্রকার বসে পড়ে। আলিগড়ের গান্ধী পার্ক থানার ধানিপুর মান্ডি এলাকায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। একটি সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মাত্র 31 সেকেন্ডের একটি ভিডিয়োতে দেখা গেল, একটি গলির রাস্তায় খেলা করছিল 4 বছরের বাচ্চা ছেলেটি। হঠাৎ করেই সামনে থেকে এসে একটি কালো ষাঁড় তার সিং দিয়ে বাচ্চাটিকে গুঁতো মারে। তার কিছু পরেই দেখা গেল, বাচ্চাটির উপরে বসে পড়েছে ওই ষাঁড়। এর মধ্যেই বয়স্ক এক ব্যক্তি ঘটনাস্থলে চলে আসেন এবং বাচ্চাটিকে ষাঁড়ের কড়াল গ্রাস থেকে উদ্ধারের চেষ্টা করেন। তারপর একজন বাইকচালক এসে বাচ্চাটিকে শেষমেশ উদ্ধার করেন।

অঙ্কিত সিং নামের এক ব্যক্তি এই ভিডিয়োটি প্রথম শেয়ার করেন টুইটারে। সেখান থেকে ভিডিয়োটি অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ঘটনার পরেই স্থানীয় মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যায়। তাঁরা এসে ওই ষাঁড়টিকে উদ্ধার করেন। স্থানীয়রা জানিয়েছেন, বিগত বেশ কিছু দিন ধরেই ওই ষাঁড়টি আলিগড়ের নির্দিষ্ট এলাকাটির মানুষজনকে উত্যক্ত করছিল।

তবে এই প্রথম যে, এমনতর ঘটনা ঘটল তা নয়। এর আগে উত্তর প্রদেশেই এভাবে একটি বাচ্চাকে ষাঁড়ের গুঁতো মারার ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমগুলিতে। যদিও সে সময় দুই বছরের বাচ্চাটি সেভাবে আহত হয়নি। তবে ঘটনায় সে এতটাই সন্ত্রশ্ত হয়ে পড়েছিল যে, চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল।