Viral Video: ট্রেনের বাইরে মাথা বের করে ভিডিয়ো বানাচ্ছিলেন তরুণী, অপরদিকে হঠাৎ এল ট্রেন, তারপর..
Shocking Viral Video: বর্তমানে মানুষ ফটো তোলার জন্য় বা ভিডিয়ো করার জন্য় কীই না করে। সোশ্য়াল মিডিয়ায় এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি মেয়ে ট্রেনের জানলা দিয়ে মুখ বের করেছিল। কিন্তু তারপরে তার সঙ্গে যা ঘটল, তা দেখলে আপনি আঁতকে উঠবে
Latest Viral Video: অফিস টাইমে ট্রেনে-বাসের দরজায় ঝুলে ঝুলে অফিস যান অনেকেই। আবার পথ চলতি অনেককেই দেখা যায়, ট্রেনে-বাসে জানলা দিয়ে হাত বের করে রাখেন। তা সবসময়ই বিপজ্জনক। পাশ থেকে আসা গাড়িতে হাত কেটে যাওয়ার সম্ভবনা থাকে। আবার অনেক সময় তো কেউ কেউ ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকেন। কখনও তো ঝুলতেও থাকেন দরজার বাইরে। তার পরিনতি যে কী ভয়ানক হতে পারে কখনও ভেবে দেখেছেন? এমনিতেও বর্তমানে মানুষ ফটো তোলার জন্য় বা ভিডিয়ো করার জন্য় কীই না করে। সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমনই এক ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে একটি মেয়ে ট্রেনের জানলা (Train Window) দিয়ে মুখ বের করেছিল। কিন্তু তারপরে তার সঙ্গে যা ঘটল, তা দেখলে আপনি আঁতকে উঠবেন।
Watch as stranger narrowly dodged incoming train ? pic.twitter.com/GOC9O7SZuN
— OddIy Terrifying (@OTerrifying) February 23, 2023
ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে রিল তৈরি করার জন্য় ট্রেনের জানালা থেকে মাথা বের করে দেয়। তখনই পাশ থেকে একটি অন্য় ট্রেন আসে। এক সেকেন্ডের জন্য় হলেও আপনার একবার মনে হবে, তার মাথাটা বুঝি শরীর থেকে আলাদা হয়ে গেল। আপনি আঁতকে উঠবেন। কিন্তু ভাগ্য়ের জোরে তিনি বেঁচে যান। মেয়েটি দ্রুত মাথা তার মাথাটি জানলার ভেরতে ঢুকিয়ে দেয়। নাহলে এর পরিনতি ভয়ংকর হতে পারত। ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে।
ভাইরাল হওয়া এই ভিডিয়োটি @OTerrifying নামের একটি আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র 10 সেকেন্ডের এই ভিডিয়োটিতে 7 লাখ 43 হাজারের বেশি ভিউ হয়েছে। আর 15 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। অনেক অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “কয়েক সেকেন্ডের জন্য় উনি বেঁচে গেলেন।” আরও একজন লিখেছেন, “এমন ঘটণার পরেও উনি হাসছেন কীভাবে, সেটাই বুঝরে পারছি না।”