Viral Video: ‘বাইরে গিয়ে কর’, মেট্রোয় যুগলের অন্তরঙ্গ হওয়া নিয়ে আপত্তি মহিলার, দিলেন খুব বকুনি
Delhi Metro Latest Video: দিল্লি মেট্রোর এই ঘটনা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আড়াআড়ি ভাবে ভাগ করে দিয়েছে। একদল যেখানে মহিলার বক্তব্য সমর্থন করছেন, আর একদলের সেখানে বক্তব্য, 'দুজন প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে মেট্রোতে কী করছে, আপনার দেখার দরকার কী!'
Latest Viral Video: দিল্লি মেট্রোয় যেন ঘটনার ঘনঘটা। স্বল্প পোশাকে সফর, জায়গা নিয়ে লড়াই তো আখছার লেগেই থাকে। তার উপরে আবার রয়েছে প্রেমিক-প্রেমিকাদের প্রেম প্রদর্শন। আর তা নিয়েই এবার দিল্লি মেট্রোয় লেগে গেল তু তু ম্যাঁয় ম্যাঁয়। যুগলকে ঘনিষ্ঠ হতে দেখে এক মহিলা দিলেন পাঠ। জানালেন, জনসমক্ষে যুগলের ব্যবহার করা উচিত। আর যা তাঁরা এখানে করছেন, তা বাড়ি বা অন্য কোনও গোপনীয় জায়গা ছাড়া আর কোথাও করা উচিত নয় বলে পরিষ্কার বলে দিলেন ওই যুগলকে।
দিল্লি মেট্রোর এই ঘটনা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আড়াআড়ি ভাবে ভাগ করে দিয়েছে। একদল যেখানে মহিলার বক্তব্য সমর্থন করছেন, আর একদলের সেখানে বক্তব্য, ‘দুজন প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে মেট্রোতে কী করছে, আপনার দেখার দরকার কী!’ টুইটারে বা এক্স প্ল্যাটফর্মে এই ভিডিয়োটি শেয়ার করা হয় ঘর কা কলেশ নামক একটি পেজ থেকে। পরবর্তীতে এই ভিডিয়োই ইনস্টাগ্রাম সহ অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
View this post on Instagram
মেট্রোতে ভালই ভিড় ছিল। প্রচুর যাত্রী ছিলেন ওই কামড়ায়। সেখানেই আড়ালে-আবডালে ঘনিষ্ঠ হয়েছিল একটি ছেলে এবং একটি মেয়ে। তাঁদেরই অন্তরঙ্গ মুহূর্ত অনেকের নজর এড়ালেও ওই আন্টি তা মোটেই ভাল ভাবে নেননি। দরজার সামনে থেকে রীতিমতো চিৎকার করেই মহিলা বলতে থাকেন, ‘কখনও তুমি ওঁর গাল ধরছ। কখনও আবার এটা ধরছ, সেটা করছ, এসব করার জায়গা পাবলিক প্লেস নয়। বাইরে গিয়ে এসব করো।’ মেয়েটা যদিও ওই মহিলার উদ্দেশ্যে বলতে থাকেন, তাঁর আপত্তি কোথায়? দুজনের মধ্যে তর্কাতর্কি চলতেই থাকে।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলেন, ‘কেন লোকেরা অন্যের কাজ নিয়ে এত ব্যস্ত থাকেন?’ আর একজন যোগ করলেন, ‘এই ধরনের আচরণ পাবলিক প্লেসে সত্যিই মেনে নেওয়া যায় না।’ তৃতীয় জনের বক্তব্য, ‘আপনার তো তাহলে মেট্রোয় যাতায়াত করাই উচিত নয়। এখন আপনার চিৎকার-চেঁচামিচি নিয়েও তো অনেকে বিরক্ত হতে পারেন।’