Viral Video: বিয়ের আসরে ঢুকতেই চাইছেন না কনে! কিন্তু কেন? দেখুন ভিডিয়ো
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে লেহেঙ্গা পরে সুন্দর করে সেজে বিয়ের আসরেই হেঁটে আসছিলেন কনে। হঠাৎই থেমে গেলেন তিনি।
বিয়ে নিয়ে সব মেয়েরই অনেক স্বপ্ন থাকে। কী পরবেন, কেমন সাজবেন, তাঁকে দেখতে কেমন লাগবে, ছবি কেমন উঠবে, সোশ্যাল মিডিয়ায় তাঁর সাজগোজের প্রশংসা হবে কি না- চিন্তা হাজার রকম জিনিস নিয়ে। আর বিয়ের দিন কনের যেন মুখ ভার নয়, সেদিকে নজর রাখেন বাড়ির সকলেও। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিয়ের আসরে যাওয়াই নাকচ করে দিয়েছেন কনে! কিন্তু কী এমন হল যে একেবারে বিয়ের আসরে যেতেই চাইলেন না পাত্রী?
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে লেহেঙ্গা পরে সুন্দর করে সেজে বিয়ের আসরেই হেঁটে আসছিলেন কনে। হঠাৎই থেমে গেলেন তিনি। বুঝতে পারলেন ফুলের চাদরের তলায় তিনি হাঁটছে, সাজসজ্জাও ঠিকই আছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে পছন্দের গান বাজছে না। ব্যাস ওমনি প্রায় কাঁদো কাঁদো মুখে বায়না জুড়লেন যে ওই গানই বাজাতে হবে। এতবার করে বলে দেওয়ার পরেও কেনো সঠিক গান বাজেনি, তাই নিয়ে কিছুটা বিরক্তও হতে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োতে যে কনেকে দেখা গিয়েছে তিনি শিবানী পিপ্পল। পেশায় মেকআপ আর্টিস্ট এই তরুণী সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। প্রথমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই ভিডিয়ো শেয়ার করেছিলেন তিনি। পরে এই ভিডিয়ো ইনস্টাগ্রামে নতুন করেছে দ্য ওয়েডিং ব্রিগেড নামের একটি পেজ।
দেখুন সেই ভিডিয়ো
View this post on Instagram
ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, পছন্দের গান না শুনে হাঁটা থামিয়ে দেওয়াও আশপাশ থেকে অনেকেই তখন দায়িত্বে থাকা লোকজনকে ওই গান ‘পিয়া মোহে ঘর আয়ে’ চালাতে বলছেন। সেই সঙ্গে সবাই শিবানীকেও আশ্বস্ত করতে ব্যস্ত ছিলেন এই বলে যে দ্রুত গান চালু হয়ে যাবে। তিনি যেন মাথা গরম বা মন খারাপ কোনওটাই না করেন। স্বভাবতই বিয়ের দিন কনের মুখভার দেখতে চাননি তাঁর পরিবারের কেউই। এদিকে বিয়ের আসরের ‘এন্ট্রি সং’ পছন্দমতো না হওয়ায় শিবানী যে একেবারে বিয়ের আসরে যাওয়াই বাতিল করে দেবেন সেটাও ভাবেননি কেউ। ফুল দিয়ে সাজানো চাদর মাথার উপর ধরে শিবানীকে নিয়ে আসছিলেন তাঁর পরিবারের সদস্যরা। হঠাৎই ব্যাকগ্রাউন্ডের গান কানে আসতেই থেকে যান শিবানী। বারবার ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘বলেছিল তো ওই গান চালাতে। তাহলে কেন চলল না। প্লিজ ওদের বলো ওই গানটা চালাতে।’
অবশেষে বিয়ের আসরে হাজির কনে
View this post on Instagram
শেষ পর্যন্ত অবশ্য পছন্দের গানের সঙ্গেই রয়্যাল স্টাইলে হেঁটে বিয়ের আসরে প্রবেশ করেছিলেন শিবানী। কনের মুখভার দেখা তড়িঘড়ি তাঁর পছন্দের গান চালানোর ব্যবস্থা করা হয়েছিল বিয়েবাড়িতে। আর তাতেই হাসি ফুটেছিল কনের মুখে। দিব্যি গানের তালে হেসে হেসে বিয়ের আসরে প্রবেশ করেছিলেন ওই তরুণী।
আরও পড়ুন- Viral Video: সমুদ্র সৈকতে যোগাসনের মারাত্মক পরিণতি! ‘ইগুয়ানা’-র কামড় খেলেন মহিলা