Viral Video: বিবাহবাসরে ঢুকতে দিচ্ছিলেন না শ্যালিকারা, প্যান্ডেলের ফাঁক দিয়ে বর যেভাবে ঢুকলেন, অবাক সকলে
Viral Video Today: এবার এক বিয়েবাড়িতে দেখা গেল আর এক কাণ্ড! জুতো লুকিয়ে রাখা তো অনেক দূরের কথা। শ্যালিকারা (Bride's Family) বিয়েবাড়ির অন্দরে ঢুকতেই দিলেন না বরকে (Groom)। তারপর বাধা পেয়ে বর যা কাণ্ড ঘটালেন, তা আরও অবাক করার মতো।
Latest Viral Video: বিয়েবাড়িতে কত যে মজাদার ঘটনা ঘটে তার ইয়ত্তা নেই। সবথেকে মজা হয়, যখন বরের শ্যালক-শ্যালিকারা তাঁর জুতো লুকিয়ে রাখেন। বাড়ির জামাইয়ের জুতো লুকিয়ে রাখতে তাঁদের অনেক কাঠখড়ই পোড়াতে হয়! বরের বাড়ির লোকজন তাঁদের টাকা দিলে তবেই শেষমেশ তাঁর জুতোটা ফেরত দেন। কিন্তু এবার এক বিয়েবাড়িতে দেখা গেল আর এক কাণ্ড! জুতো লুকিয়ে রাখা তো অনেক দূরের কথা। শ্যালিকারা (Bride’s Family) বিয়েবাড়ির অন্দরে ঢুকতেই দিলেন না বরকে (Groom)। তারপর বাধা পেয়ে বর যা কাণ্ড ঘটালেন, তা আরও অবাক করার মতো। ভিডিয়ো দেখেই বোঝা গিয়েছে, ঘটনাটি এই বাংলারই কোনও এক প্রান্তের।
ইনস্টাগ্রামে Funny Sandip নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “গেট দিয়ে ঢুকতে না দিলে প্যান্ডেল দিয়ে ঢুকে পড়বো…ধরতেই পারবে না।” ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিয়োটি পরবর্তীতে শেয়ার করা হয়েছে।
ভিডিয়োতে দেখা গেল, বিয়েবাড়ির প্রবেশপথে বরের পথ অবরুদ্ধ করে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন মহিলা। কথাবার্তা শুনে বোঝা গেল, তাঁদের মধ্যে কয়েকজন হলেন ওই বরেরই শ্যালিকা। কনের বাড়ির অন্যান্য লোকজনও সেখানে ছিলেন। তাঁরা সমর্থন জানাচ্ছিলেন শ্যালিকাদের দাবিকে। তাঁরা বরের কাছে টাকা চাইছিলেন। সাফ বলে দিয়েছিলেন, টাকা না দিলে ঢুকতে দেওয়া হবে না।
View this post on Instagram
কিন্তু পাত্রপক্ষও যে কম যায় না। যে সময় বরের শ্যালিকারা তাঁকে ঢুকতে বাধা দিচ্ছিল, সেই সময় বরের বন্ধুবান্ধব অন্য উপায় খুঁজছিল। কীভাবে বরকে বিবাহবাসরে পৌঁছে দেওয়া যায়, তা তাঁরা হন্যে হয়ে খুঁজছিলেন। খুঁজতে খুঁজতে তাঁরা পেয়েও গিয়েছিলেন প্যান্ডেলেরই একটি ফাঁক। আর তা দেখা মাত্রই সেই ফাঁক দিয়েই বরকে বিবাহবাসরে পৌঁছে দিলেন তাঁর বন্ধুরা।
এই ভিডিয়ো দেখার পরে নেটিজ়েনরা বলছেন, “বরের বাড়ির লোকজনের জন্য কোনও সমস্যাই সমস্যা নয়।”