Optical Illusion: বাগানে লুকিয়ে রয়েছে একটা বিড়াল, খুঁজে পেলেই বুঝতে হবে আপনার দিব্যদৃষ্টি
IQ Test: এই যে ছবিটা আপনি দেখছেন, এক দেখায় নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এটি একটি বাগানের ছবি। বেশ কিছু ফুলগাছ টবের মধ্যে বসানো আছে। কিছু গাছে আবার ফুলও ধরেছে। এদের মধ্যে একটা টব খুবই সুন্দর দেখতে, যাতে একটা স্ট্যাচু রয়েছে। এখন এখানে কোথায় বিড়াল আছে বলুন তো!
অপটিক্যাল ইলিউশন মানেই একটা ছবি আপনাকে অনেকক্ষণ ভাবাবে। ভাগ্য ভাল থাকলে আপনি এমন ছবিও পেয়ে যেতে পারেন, যা আপনার ব্যক্তিত্বের বিশেষ কোনও দিক তুলে ধরতে পারে। সেই বিশেষ দিক সম্পর্কে এতদিন হয়তো আপনার কোনও ধারণাই ছিল না। সবথেকে বড় কথা হল, এই ছবিগুলি একদিকে যেমন আপনার দৃষ্টিশক্তির পরীক্ষা নিতে পারে, তেমনই আবার আইকিউ লেভেলের পরীক্ষাও নিতে পারে।
প্রতিদিনই আপনাদের জন্য একপ্রকার নিয়ম করে আমরা বিভিন্ন ছবি নিয়ে আসি, যার মধ্যে অপটিক্যাল ইলিউশন থাকে। এই ছবিগুলিকে ধাঁধাও বলতে পারেন, যার সমাধান করতে অনেকেই ভালবাসেন। আবারও সেরকমই একটা ছবি নিয়ে এসেছি আপনাদের জন্য। এই ছবিটাতেও কিছু একটা লুকিয়ে রয়েছে। সেটাই আপনাকে খুঁজে বের করতে হবে।
এই যে ছবিটা আপনি দেখছেন, এক দেখায় নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এটি একটি বাগানের ছবি। বেশ কিছু ফুলগাছ টবের মধ্যে বসানো আছে। কিছু গাছে আবার ফুলও ধরেছে। এদের মধ্যে একটা টব খুবই সুন্দর দেখতে, যাতে একটা স্ট্যাচু রয়েছে। এখন এখানে কোথায় বিড়াল আছে বলুন তো!
কী মনে হচ্ছে, আমরা রসিকতা করছি! এখানে কোনও বিড়ালই নেই, ভাবছেন তো? না, এখানেই একটা বিড়াল রয়েছে যা আপনার নজরে আসছে না। নিচের ছবিটি দেখলেই বুঝে যাবেন যে, আমরা একবারেই ঠাট্টা করছিলাম না।