Viral Video: তাজা দুধ খাবে ছোট্ট বিড়াল, থাবা দিয়ে ডাকছে সে, তারপর যা হল দেখে হেসে গড়াবেন আপনি
Viral Video: তাজা দুধ খাওয়ার বায়না করেছিল ছোট্ট বিড়াল। তারপর ঠিক কী ঘটেছে... দেখুন ভাইরাল ভিডিয়োতে।
বিড়ালের সঙ্গে দুধের সম্পর্ক ঠিক কতটা মধুর, তা বোধহয় সকলেরই জানা। যেকোনও বিড়ালের কাছেই দুধ সবচেয়ে প্রিয়। আর এবার সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি দুধ দোয়াচ্ছেন। আর তাঁর ঠিক পাশেই বসে রয়েছে একটি বিড়াল। দেখে মনে হবে যেন চেয়ারে বসা প্র্যাকটিস করছে সে। কিন্তু লক্ষ্য তাজা দুধ খাওয়া। আর সেই জন্য ওই ব্যক্তিকে ছোট্ট থাবা দিয়ে ডেকে দুধ খেতেও চেয়েছে ওই বিড়াল। সচরাচর কিন্তু এমনটা দেখা যায় না। যেভাবে মিষ্টি করে ওই বিড়ালটি ওই ব্যক্তিকে ডেকে দুধ খেতে চেয়েছে, এমন দৃশ্য দেখে মুগ্ধ নেটপাড়া। প্রথমেই অবশ্য ওই ব্যক্তিকে ডাকেনি বিড়ালটি। বরং খানিকক্ষণ চুপটি করে বসেছিল সে। তারপর দেখেছে দুধ খেতে না পাওয়ায় আর ধৈর্য্য রাখতে পারেনি বেচারা। থাবা দিয়ে ডেকেই ফেলেছে ব্যক্তিকে। ভাবখানা এমন যে একটু তাজা দুধ খেতে দিলে কী অসুবিধা?
মিষ্টি ভিডিয়ো, থাবা দিয়ে ডেকে দুধ খেতে যাচ্ছে বিড়াল, দেখুন ভাইরাল ভিডিয়ো
बस सबके इशारे को समझने की ज़रूरत है.❤️ pic.twitter.com/2UrqPwS8Pv
— Awanish Sharan (@AwanishSharan) May 2, 2022
এরপরেই ঘটেছে আসল কাণ্ড। ওই ব্যক্তিকে বিড়ালটিকে তাজা গরুর দুধ খাওয়া থেকে বঞ্চিত করেননি। একদম গরুরি বাঁট থেকেই স্প্রে করে বিড়ালটিকে দুধ খাইয়েছেন তিনি। প্রথমে অবশ্য মুখে ওরকম ভাবে দুধ এসে পৌঁছোনোয় একটু সামলাতে অসুবিধা হয়েছিল। তবে ছোট্ট বিড়ালটি মুহূর্তেউ সামাল দিয়েছে নিজেকে। তারপর মনের সুখে দুধ খেতে দেখা গিয়েছে বিড়ালটিকে। টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছেন আইপিএস অফিসার অবনীশ শরণ। এই ভিডিয়ো দেখে খুশি সকলেই।
সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। নেট দুনিয়ায় পুরনো ভিডিয়ো ভাইরাল হওয়া আজকাল ট্রেন্ড। সেই মতোই ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রথমে এই ভিডিয়ো ফেসবুক পেজ Din Cincin- এ এই ভিডিয়ো গত বছর জুন মাসে শেয়ার করা হয়েছিল। তখন জানা গিয়েছিল যে এই ঘটনা মালয়েশিয়ার। সেই পুরনো ভিডিয়োই আবার নতুন করে টুইটারে ভাইরাল হয়েছে। বিড়ালের এমন মিষ্টি করে দুধ খেতে যাওয়ার ভিডিয়ো দেখে আনন্দ পেয়েছেন নেটিজ়েনরা।