Viral Video: ‘সুপার মম’, সুইমিং পুলে ডুবতে বসেছে ছেলে, কীভাবে বাঁচালেন মা? ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া

Viral Video: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই সুপার মমের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। মহিলার রিফ্লেক্স দেখে হতবাক সকলেই। তাঁকে কুর্নিশ জানিয়েছে নেট দুনিয়া। 

Viral Video: 'সুপার মম', সুইমিং পুলে ডুবতে বসেছে ছেলে, কীভাবে বাঁচালেন মা? ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া
Photo Credit: Times Now
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2022 | 10:05 AM

মায়েরা (Mother Instinct) সব বোঝেন। বিশেষ করে যদি বিষয়টা তাঁর সন্তানের ব্যাপারে হয়, তাহলে তো কথাই নেই। সন্তানের সবক্ষেত্রেই মায়ের ‘ইন্সটিংক্ট’ কাজ করে সবচেয়ে বেশি। সন্তান বিপদে আছে, বা তার বিপদ হতে পারে সেটা যেন আগে থেকেই আঁচ পেয়ে যান মায়েরা। সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি বাচ্চা খেলতে গিয়ে অন্যমনস্ক হয়ে সুইমিং পুলে পড়ে যাচ্ছিল। একদম শেষ মুহূর্তে তাকে এসে ধরে নেন তার মা। আর এক সেকেন্ড দেরি হলেই হয়তো জলের পড়ে যেত বাচ্চা ছেলেটি। কিন্তু এ যাত্রায় সেটা হয়নি। ওই মায়ের তৎপরতায় বাচ্চা ছেলেটি বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। নেটিজ়েনরা ইতিমধ্যেই বাচ্চাটির মাকে ‘মাদার অফ দ্য ইয়ার’ খেতাব দিয়েছেন।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

টুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও। এই ভিডিয়োতে দেখা গিয়েছে একটি পুলের ধারে খেলছিল বাচ্চা ছেলেটি। অন্যমনস্ক হয়ে আচমকাই পুলের একদম ধারে চলে যায় সে। পা পিছলে পড়েও গিয়েছিল যে। কিন্তু জলে ডোবার আগেই বাচ্চাটিকে উদ্ধার করেছেন তার মা। কোথা থেকে একলাফে ছুটে এসে ছেলের টিশার্ট ধরে টেনে তাকে জল থেকে তুলেছিলেন ওই মহিলা। বোঝাই যাচ্ছে যে আশপাশেই ছিলেন বাচ্চা ছেলেটির মা। সন্তানের দিকে তাঁর নজরও ছিল। তাই বিপদ হতে পারে এমন সম্ভাবনা দেখেই সন্তানকে বাঁচাতে ছুটে এসেছিলেন তিনি।

নেটিজ়েনরা বলছেন এই মা আসলে সত্যিই সুপার মম। অনেকে বলেছেন যে, ছেলের গতিবিধির দিকে নজর ছিল মায়ের। তিনি বোধহয় বুঝতে পেরেছিলেন যে তাঁর ছেলে পুলের আশপাশে যাবেই এবং একটা বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। আর তাই ছেলেকে পুলে পড়তে দেখে কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে ছুটে আসেন তিনি। চোখের নিমেষে টিশার্টের পিছনের অংশ হাতে ধয়ে কার্যত খামচে ধরে এক ঝটকায় ছেলেকে তুলে আনেন জলে ডোবার আগেই। নেটিজ়েনদের অনেকে বলছেন যদি সত্যি সত্যি স্পাইডার ম্যান বাস্তবে থাকত তাহলে সেও বোধহয় এত রিফ্লেক্স এবং দ্রুততার সঙ্গে বাচ্চাটিকে রক্ষা করতে পারত না।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই সুপার মমের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। মহিলার রিফ্লেক্স দেখে হতবাক সকলেই। তাঁকে কুর্নিশ জানিয়েছে নেট দুনিয়া।