Viral: রাজধানী এক্সপ্রেস পাস করছিল স্টেশনে, কন্ট্রোল রুমের দখল নিল ৬ ফুটের ভয়ঙ্কর কোবরা, দেখুন কাণ্ড
Cobra In Rajasthan Railway Station: রাজস্থানের একটি রেলওয়ে স্টেশনে ঢুকে পড়ল ভয়ঙ্কর একটি কোবরা সাপ। আর সেই সাপ দেখে লোকজনের চক্ষু চড়কগাছ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি।
রাজস্থানের একটি রেলওয়ে স্টেশনের চার্জ নিল ভয়ঙ্কর কোবরা (Cobra) সাপ। হেঁয়ালি মনে হলেও এই ঘটনা কিন্তু সত্যি। হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল (Viral) হয়েছে সেই সাপের ছবি। সেখানে দেখা গিয়েছে, স্টেশন মাস্টার যেখানে জিনিসপত্র রেখে অপারেট করেন, ঠিক সেখানেই সাপটি বসে রয়েছে। এদিকে সেই স্টেশন মাস্টার বসে রয়েছেন কন্ট্রোল রুমের এক্কেবারে প্রান্তে।
A six feet Cobra sneaked on the table of railway officer at Panel room of Ravtha Road (RDT), Kota Division. It however did not affect train services on the busy section. Station is thronged by thousands of engineering/medical aspirants daily.@Sanjay_IRTS @rahmanology pic.twitter.com/MUPddvkkKK
— Rounak?? (@Happytohelp_007) June 1, 2022
স্থানীয় একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, গত বুধবার রাজস্থানের কোটা ডিভিশনের রবথা রোড স্টেশনের কন্ট্রোল রুমে ‘বিন বুলায়ে মেহমান’-এর মতোই ঢুকে পড়ে ওই সাপটি। আর সেই সাপের ঢংটাই যেন ঠিক কন্ট্রোল রুম ‘হাইজ্যাক’ করার মতো। প্যানেল পরিচালনাকারী স্টেশন মাস্টার জানিয়েছেন, সাপটিকে দেখে তিনি রীতিমতো ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান।
আর যে প্যানেলে সেই সাপটি বসেছিল তা ট্রেন অপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তা কোনও ভাবেই অন্যান্য ট্রেনের চলাচলকে প্রভাবিত করেনি। দৈনিক ভাস্করের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, স্টেশন মাস্টার কেদার প্রসাদ কোটার কন্ট্রোলারকে বিষয়টি সম্পর্কে জানিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, যে মেশিনের উপরে সাপটি বসে আছে, সেটি আসলে ট্রেনের স্টেটাস এবং সিগন্যাল দেখার জন্য ব্যবহৃত হয়। তার থেকেও বড় কথা হল, সেই সময় স্টেশন দিয়ে পাশ করছিল রাজধানী এক্সপ্রেস। সিগন্যাল খোলা ছিল বলে সাপের উপস্থিতি কোনও সমস্যার সৃষ্টি করেনি।
সংবাদমাধ্যম দৈনিক ভাস্করের ওই রিপোর্টটিতে আরও বলা হয়েছে যে, বিষাক্ত সাপটি পয়েন্টসম্যান ললিত বাউরাসি দ্বারা নিরাপদে উদ্ধারের আগে প্রায় ২০ মিনিট প্যানেলে বসে ছিল। পরে সাপটিকে বনে ছেড়ে দেওয়া হয় বলে রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে।
তবে সোশ্যাল মিডিয়ার লোকজন এই ছবিটিকে বিশ্বাস করতে পারছিলেন না। নেটিজেনরা কূলকিনারা করতে পারছিলেন না, কীভাবে এত বড় একটা সাপ রেল স্টেশনের কন্ট্রোল রুমের প্যানেলে উঠে পড়ল। আর সেই কারণেই কেউ কেউ মজা করে বলছেন, ‘পরের ট্রেনটা কখন আসছে, সেটা জানতে এসেছিল সাপটা।’ অন্য আর একজনের জিজ্ঞাস্য, “সাপটা ওরকম জায়গায় বসে থাকলে লোকজন টিকিট কাটছিল কীভাবে?”