Viral Video: পাথরের রঙে মিশে পাখিটাকে খপাত করে ধরল বিষাক্ত সাপ, গায়ে কাঁটা দেওয়ার মতো ভিডিয়ো
Viral Video Today: এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে পরিশ্রান্তির সামান্য স্বাদটুকু চেখে নিতে এসেছিল সে। কিন্তু সেই আরামই যে তার জীবনে এত বড় বিপদ ডেকে আনবে, ঘূণাক্ষরেও টের পায়নি পাখিটি। শেষে তার জায়গা হল একটি সাপের পেটে। যে অসাধারণ কায়দায় সাপটি ওই পাখিটিকে আক্রমণ করেছিল, তা নজর কেড়ে নিয়েছে নেটপাড়ার বহু মানুষের।

Latest Viral Video: এই প্রকৃতি এক-এক সময় এক-একরকম। তার প্রকৃত অবস্থান বলে যেন সত্যিই কিছু নেই। আর সেই প্রকৃতির কোলে বেড়ে ওঠা পশু-পাখিরাও ঠিক ততটাই রহস্যময়! কখন যে তারা আমাদের সামনে কেমন রূপ নিয়ে হাজির হবে, তা বোঝা বড্ড মুশকিল। বহুরূপী গিরগিটির কথা তো আমরা জানিই। যে কোনও পরিস্থিতিতে, সেই পরিস্থিতির মতোই নিজের রং বদলে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে সে। কিন্তু শুধুই কী গিরগিটি। ছদ্মবেশ ধরে থাকতে পারে আরও অনেক প্রাণী, যাদের কৌশল সম্পর্কে আমরা হয়তো বিন্দুবিসর্গ জানি না। এই ভিডিয়োটা দেখলে আপনিও সেই কথাই বলবেন।
ইনস্টাগ্রাম অবাক করা ভিডিয়োতে ভরপুর। সেরকমই এক অবিশ্বাস্য ভিডিয়োতে একটি পাখিকে দেখা গেল শিকার হতে। এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে পরিশ্রান্তির সামান্য স্বাদটুকু চেখে নিতে এসেছিল সে। কিন্তু সেই আরামই যে তার জীবনে এত বড় বিপদ ডেকে আনবে, ঘূণাক্ষরেও টের পায়নি পাখিটি। শেষে তার জায়গা হল একটি সাপের পেটে। যে অসাধারণ কায়দায় সাপটি ওই পাখিটিকে আক্রমণ করেছিল, তা নজর কেড়ে নিয়েছে নেটপাড়ার বহু মানুষের।
View this post on Instagram
পাহাড়ি অঞ্চলে ঘটনাটি ঘটে। সাপটি অত্যন্ত নিপুণ ভাবে নিজেকে পাথরের মধ্যে লুকিয়ে রাখতে পেরেছিল। আসলে ওই সাপের রংটাই এমন যে, সে যেন পাথরের বর্ণে মিশে গিয়েছিল। শিকারের অপেক্ষায় ওত পেতে বসেছিল অদ্ভুত রঙের ওই সাপটি। যে ভাবে ওই সাপটি নিজেকে আড়াল করে রেখেছিল, তা সত্যিই অবাক করার মতো। পাখিটা সবেমাত্র উড়ে এসে বসবে, ব্যস! খপাত করে ঝাঁপিয়ে পড়ে সফল ভাবে পাখিটিকে ধরে ফেলে সাপটি।
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সত্যিই যেন অবাক করার মতোই একটা দৃশ্য। কমেন্ট সেকশনেও একপ্রকার ঝড় তুলেছেন নেটিজ়েনরা। ভিডিয়ো দেখে একজন লিখলেন, ‘টিকটিকির পোকা ধরার মতোই মামুলি মনে হল। কিন্তু কয়েক বার দেখার পরে বুঝলাম, কী সাংঘাতিক ঘটনা।’ আর একজন যোগ করলেন, ‘সত্যিই যেন একটা আশ্চর্যজনক ভিডিয়ো।’





