Viral Video: ভরদুপুরে ছাদেই ভরা রোম্যান্স, মেয়ে ও তাঁর প্রেমিককে ধরে চপ্পল দিয়ে মার মায়ের
Viral Video Today: এক প্রেমিক অনেকক'টা ছাদ টপকে পৌঁছে গিয়েছিলেন প্রেমিকার ছাদে। ভরদুপুরে ভরা রোম্যান্সে মজে ছিলেন দুজনে। কিন্তু সে সুখ আর বেশিক্ষণ সইল না। চলে এলেন প্রেমিকার মা। হাতেনাতে পাকড়াও করলেন দুজনকে।
Latest Viral Video: গানের কথায় আছে, প্রেম বড় মধুর। আবার সেই গানের কথাতেই আছে, কভু কাছে, কভু দূর। প্রেমের সপ্তাহটা জুড়ে অনেক ভিডিয়ো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। কিন্তু এভাবে হাতেনাতে পাকড়াও করার ভিডিয়ো সম্ভবত দেখিনি। ভ্যালেন্টাইন উইক-জুড়ে যখন প্রেমিক-প্রেমিকারা একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর তাল খুঁজছেন, তখনই ঘটে গেল এক অঘটন। হিন্দি ছবিতে আমরা আখছারই ছাদ টপকে প্রেম করতে আসার কাহিনি দেখেছি। রিয়্যাল লাইফেও এবার তা দেখা গেল। এক প্রেমিক অনেকক’টা ছাদ টপকে পৌঁছে গিয়েছিলেন প্রেমিকার ছাদে। ভরদুপুরে ভরা রোম্যান্সে মজে ছিলেন দুজনে। কিন্তু সে সুখ আর বেশিক্ষণ সইল না। চলে এলেন প্রেমিকার মা। হাতেনাতে পাকড়াও করলেন দুজনকে।
এরপর ভাবছেন কী হল? পা থেকে চপ্পল খুলে তা হাতে ধরতে এক ফোঁটাও দ্বিধা বোধ করেননি। দুজনকেই তারপর সবক শেখালেন। প্রথমে প্রেমিককে চপ্পল দেখিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আর তারপর নিজের মেয়েকেও দিলেন ঘা-কতক। সমগ্র ঘটনাটি মোবাইলে ফ্রেমবন্দি করেছেন ওই পরিবারেরই কোনও এক পড়শি। শুধু তাই নয়। ওই পড়শিকে দেখা গিয়েছে, প্রেমিক কোথা রয়েছে, তা নিয়ে মেয়েটির মাকে গাইড করতে। ভিডিয়োতেই শোনা গিয়েছে তাঁর কণ্ঠস্বর। এমনভাবেই তিনি গাইড করছিলেন, মনে হচ্ছি যেন ফুটবল ম্যাচের কমেন্ট্রি করছেন! সেই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় আসার ফলে দিনের আলো দেখল। ভয়ঙ্কর ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
aunty ji ne beti ke valentine’s day plan par paani fer diya pic.twitter.com/QLcqLYi528
— Shubh (@kadaipaneeeer) February 14, 2023
গত 14 ফেব্রুয়ারি ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছেন এক ইউজার। যদিও ভিডিয়োর উৎস সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। ভিডিয়োটি টুইটারে শেয়ার করে তার ক্যাপশনে তিনি লিখছেন, “মেয়ের ভ্যালেন্টাইন্স ডে-র প্ল্যানে জল ঢেলে দিলেন এই আন্টিজি।” ভিডিয়োটি শুরু হতেই দেখা যাচ্ছে, বাড়ির টেরাসে উদ্বিগ্ন এক কিশোরীকে। কারণ, অনতিদূরেই তার মা খুঁজে বেড়াচ্ছেন ছেলেটিকে। ব্যাকগ্রাউন্ডে একজনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তিনি ওই পরিবারের পড়শি। ব্যক্তিটিকে ওই ক্রুদ্ধ মহিলাকে সাহায্য করছেন ছেলেটিকে খুঁজতে।
তার কিছুক্ষণের মধ্যেই ছাদের এক পাশ থেকে ছেলেটিকে খুঁজে বের করেন ওই মহিলা। ভাবছেন, বকুনি দিয়েই ছেড়ে দেওয়া হবে! এক্কেবারেই না। চপ্পল বের করে ছেলেটিকে তাড়া করতে থাকলেন, যতক্ষণ না সে চলে যায়। এদিকে ছেলেটিতো চলে যায়। তারপর মেয়েটির কী হল? ছাড় পায়নি মেয়েটিও। মাকে লুকিয়ে ছাদে প্রেম করার শাস্তি তৎক্ষণাৎই পেয়ে যায় কিশোরী মেয়েটি। ছেলেটি চলে যাওয়ার পরেই মহিলা এসে স্লিপার দিয়ে মেয়েটিকে মারতে শুরু করেন। দিতে থাকেন ধমক।
অনলাইনে শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই এই ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায়। কমেন্ট সেকশন ভরে যায় নানা মজাদার সব মন্তব্যে। কেউ বলতে থাকেন, “এখনই মনে হয় মেয়েটির বিয়ে দেওয়া হবে।” কেউ আবার বলেন, “রিল লাইফে ছাদ টপকে প্রেম দেখেছি। এখন রিয়্যাল লাইফে দেখলাম।” সব মিলিয়ে এই ভিডিয়ো এখন পোস্ট ভ্যালেন্টাইন উইকের হটকেক!