Viral Video: হরিণকে আক্রমণ করতে এসে বাগে আনতে পারেনি, ভয়ে পালিয়ে গেল চিতা, দেখুন কাণ্ড
Viral Video Today: মাসাইমারার (Masai Mara) বনে একটি চিতার (Cheetah) একটি হরিণ (Deer) শিকারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়ে নিয়েছে। গত 20 এপ্রিল ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। ফুটেজটি এখন নতুন করে ভাইরাল হতে শুরু করেছে।
Latest Viral Video: বন্যপ্রাণ যত সুন্দর, ততই বিপজ্জনক। তাদের জন্য যেটা স্বাভাবিক, সাধারণ মানুষের কাছে সেটা ততটাই অস্বাভাবিক। চোখের জন্যও ততটাই যন্ত্রণাদায়ক। বন্যপ্রাণীদের শিকারের নিষ্ঠুর খেলা দেখে আমরা প্রায়শই ভয়ে কাঁপতে থাকে। সম্প্রতি মাসাইমারার (Masai Mara) বনে একটি চিতার (Cheetah) একটি হরিণ (Deer) শিকারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়ে নিয়েছে। গত 20 এপ্রিল ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। ফুটেজটি এখন নতুন করে ভাইরাল হতে শুরু করেছে।
সে সময় জঙ্গলে বহু পর্যটকও ছিলেন। তাঁদের সামনেই ঘটনাটি ঘটে যায়। দেখা যায়, চিতাটি ওই হরিণের সিং চেপে ধরে আছে। কিন্তু ওই হরিণও যে ছাড়ার বান্দা নয়। সর্বক্ষণও সে ছটফট করে চলেছে আর নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টা করে চলেছে। সে চেষ্টা এমনই যে, যতবারই শক্তিশালী ওই চিতা তার সিংটি ধরার চেষ্টা করছিল, ততবারই ফসকে যাচ্ছিল হরিণটি। শেষমেশ বুদ্ধি করে হরিণটার মুখ চেপে ধরে ওই চিতা।
কিন্তু হরিণটি যত পারছে, ততই ওই চিতাকে পাল্টা আক্রমণ করার চেষ্টা করছে। তার মুখ যখন চেপে ধরেছে চিতাটি, তখন সে পা দিয়ে ক্রমাগত চিতার পেটে লাথি মারতে থাকে। এরপর ওই হরিণের গলা চেপে ধরে চিতাটি। কিন্তু তাতেও যেন কিছুতেই বাগে আনতে পারে না প্রাণীটাকে। নিজেকে মুক্ত করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় হরিণটা।
View this post on Instagram
শেষমেশ সে পাল্টা আক্রমণ করতে-করতে নিজেকে বাঁচিয়েও ফেলে। ব্যস! তারপরই ঘটে যায় উলটপুরাণ। হরিণের ভয়ে পালাতে বাধ্য হয় চিতাটি। এদিকে হরিণটিও তার পিছু পিছু ছুটতে শুরু করে দেয়। এমন সময় একাধিক সাফারি জিপ ঘটনাস্থলে পৌঁছে যায়। একের পর এক ছবি ও ভিডিয়ো উঠতে থাকে। কিন্তু তারপরে সত্যিই হরিণ ও চিতার যুদ্ধের ফলাফল কী হয়, তা আর শেষ পর্যন্ত দেখা যায়নি।
অল্প সময়ের মধ্যেই এই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়। ইনস্টাগ্রামে 1.5 মিলিয়নের বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিয়োটির। নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করতে থাকেন। কেউ বলেন, “এই জন্যই জীবনে কখনও হাল ছাড়া উচিত নয়। প্রকৃতিই আমাদের সবথেকে বড় শিক্ষা দিতে পারে।” দ্বিতীয় জন যোগ করে বললেন, “আমি খুব খুশি যে সে চলে গিয়েছে।”