Viral Video: অভব্য আচরণের বদলা, চুলের মুঠি ধরে শ্বশুরকে সবক শেখালেন পুত্রবধূ; ‘ওগো বাঁচাও’, বৃদ্ধের আর্তনাদ
Viral Video Today: ওই বৃদ্ধ আসলে মহিলার শ্বশুর, যিনি পুত্রবধূর (Daughter In Law) সঙ্গে অভব্য আচরণ করেছিলেন। ক্ষোভে ফুঁসতে ফুঁসতে শেষে ওই মহিলা প্রতিশোধের আগুনে জ্বলে পাল্টা মার শুরু করলেন নিজের শ্বশুরের (Father In Law) উপরে। ভিডিয়োটি দেখে নেটিজ়েনরা একটু অবাকই হয়েছেন।
Latest Viral Video: আজও এ দেশের বহু নারীকে গার্হস্থ্য হিংসার শিকার হতে হয়। কঠোর আইন, কঠিন শাস্তিকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়েই দিনের পর দিন যেন এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। নিউজ় চ্যানেল, সংবাদপত্র তো আছেই। ইদানিং সোশ্যাল মিডিয়ার চৌহদ্দিতেও আমাদের নজরে আসে কীভাবে পুরুষদের হাতে নারীরা অত্যাচারিত হন। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক বৃদ্ধের উপরে চড়াও হয়েছেন এক মহিলা। জানা গিয়েছে, ওই বৃদ্ধ আসলে মহিলার শ্বশুর, যিনি পুত্রবধূর (Daughter In Law) সঙ্গে অভব্য আচরণ করেছিলেন। ক্ষোভে ফুঁসতে ফুঁসতে শেষে ওই মহিলা প্রতিশোধের আগুনে জ্বলে পাল্টা মার শুরু করলেন নিজের শ্বশুরের (Father In Law) উপরে। ভিডিয়োটি দেখে নেটিজ়েনরা একটু অবাকই হয়েছেন।
ভিডিয়োটি এ দেশেরই কোনও এক গ্রামাঞ্চলের। বৃদ্ধ ও মহিলা একে অপরের উপরে এমন ভাবেই চড়াও হয়েছেন, মনে হচ্ছে যেন কুস্তি লড়ছেন দুজনে। আসলে, মহিলা ওই বৃদ্ধকে সবক শেখানোর চেষ্টা করছেন। বৃদ্ধও নাছোড়বান্দা। তিনি যতটা সম্ভব প্রতিহত করার চেষ্টা করছেন। বৃদ্ধের গলা টিপে তাঁকে মাটিতে ফেলে মারছেন মহিলা। কখনও চুলের মুঠি ধরে বৃদ্ধকে কিল-চড়-ঘুষিও মারছেন! আর তিনি বাঁচতে চিল-চিৎকার করে যাচ্ছেন। বলছেন, ‘ওরে বাপরে! বাবাগো! আমাকে বাঁচাও।’
Kalesh B/w Bahu and Sasur Ji on Road:pic.twitter.com/eiKsrnVy11
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 16, 2023
মহিলার রণংদেহি মেজাজ অবাক করেছে নেটিজ়েনদের। অবাক করেছে, বৃদ্ধের কাকুতিমিনতি। তবে আসল কারণটি জানার পরে নেটপাড়ার লোকজন বলছেন, মহিলা যা করেছেন ঠিকই করেছেন। ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, ঘর কে কলেশ টুইটার হ্যান্ডেল থেকে। গত মঙ্গলবার ভিডিয়োটি টুইটারে পোস্ট করা হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ প্রায় 90,000 ছুঁতে চলেছে। নেটিজ়েনরা নানাবিধ কমেন্ট করেছেন এই ভিডিয়ো দেখার পরে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “রাস্তায় পুত্রবধূ এবং শ্বশুরের মারপিট।”
একজন বলছেন, “শাড়ি পরে কাউকে লাথি মারার কাজটি সত্যিই খুব কঠিন।” আর একজনের বক্তব্য, “কারও লড়াই দেখে কখনও হাসা উচিত নয়।” এই ভিডিয়োতে আবার ক্যামেরাম্যানের ছায়াটি স্পষ্ট বোঝা গিয়েছে। তা দেখে একজন বলেছেন, “ক্যামেরাম্যানের শ্যাডো দেখা যাচ্ছে। পুরো ঘটনাটাই স্ক্রিপ্টেড।”
এই ঘটনা সত্যি নাকি পুরো ভিডিয়োটাই স্ক্রিপ্টেড তা যাচাই করেনি TV9 Bangla।