Viral Video: ঠিক যেন সিনেমার মতো! ভারতের এই বিশালাকার অ্যানাকোন্ডা দেখে চমকে উঠছে বিশ্ব
Giant Anaconda In India: ভিডিয়োতে দেখা গেল, সাপটি একটি ঘেরাটোপের মধ্যে আটকে পড়েছে। সেখানে একটি দড়ির খপ্পর থেকে অ্যানাকোন্ডাটি নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। তবে সে যখন দড়ির বাঁধন থেকে নিজেকে ছাড়াতে ছটফট করছে, তখন তার পেটের ভিতরে যে কিছু রয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ সাপটি বড় কোনও প্রাণীকে গিলে খেয়ে নিয়েছিল। তারপরই সে চলাফেরা করার ক্ষমতা হারায়।
বিশালাকার একটি অ্যানাকোন্ডার সন্ধান মিলেছে দেশে। যদিও সাপটি সত্যিই অ্যানাকোন্ডা কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে দূর থেকে দেখে সাপটিকে অ্যানাকোন্ডা ছাড়া আর কিছুই মনে হবে না। আকারে সাপটি অ্যানাকোন্ডা ছবির থেকে কোনও অংশে কম নয়। অবিশ্বাস্য আকারের সেই সরীসৃপের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে দেখা গেল, সাপটি একটি ঘেরাটোপের মধ্যে আটকে পড়েছে। সেখানে একটি দড়ির খপ্পর থেকে অ্যানাকোন্ডাটি নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। তবে সে যখন দড়ির বাঁধন থেকে নিজেকে ছাড়াতে ছটফট করছে, তখন তার পেটের ভিতরে যে কিছু রয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ সাপটি বড় কোনও প্রাণীকে গিলে খেয়ে নিয়েছিল। তারপরই সে চলাফেরা করার ক্ষমতা হারায়।
View this post on Instagram
ওই ইনস্টা ভিডিয়োর ক্যাপশন থেকেই জানা গিয়েছে, সাপটি ভারতেরই কোনও এক প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারী জিম হার্ভে @Harvharvington হ্যান্ডেলে ইনস্টাগ্রামে এই বিশাল সাপের ভিডিও পোস্ট করেছেন। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখছেন, ‘ভারতে এই প্রথম এত বিশাল আকারের সাপ ধরা পড়ল।’ গত 21 অক্টোবর পোস্ট হওয়ার পর থেকে ভিডিয়োটি রীতিমতো ঝড় তুলছে। এর মধ্যেই ভিডিয়োতে 247,722 লাইক পড়েছে।
প্রচুর মানুষ ভিডিয়োতে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন জানতে চাইলেন, ‘ওর ভিতরে কি কেউ আছে?’ আর একজনের বক্তব্য, ‘মনে হচ্ছে যেন সিনেমার মতোই একটা জ্যান্ত মানুষ গিলে ফেলেছে সাপটা।’ আর একজন যোগ করলেন, ‘মানুষ কত নিষ্ঠুর হতে পারে। সাপটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। মনে হচ্ছে, ওই গোয়ালেরই একটা আস্ত গরু বা বাছুর গিলে খেয়েছে সাপটা।’