Optical Illusion: ছবিতে এই চারজন বাদে আরও একজনের মুখ দেখা যাচ্ছে, নজরে এল?

Viral Optical Illusion: এই ছবিতে তো অনেক মুখই আছে। তাহলে কোনটা খুঁজে বের করতে বলা হচ্ছে? আচ্ছা, আপনার মনেও এই ধন্দ্বের অবকাশ হলে পরিষ্কার করে দিচ্ছি। এই ছবিতে আপনি দুটি নৌকা দেখতে পাবেন। আর সেই দুটি নৌকায় মোট চারটি লোক আছে। আপনাকে যে মুখটা খুঁজতে বলা হচ্ছে, তা এই চারটির মধ্যে একটিও নয়। এই চারজনের বাইরেও রয়েছে আর একটা মুখ। আপনাকে সেটাই খুঁজে বের করতে হবে।

Optical Illusion: ছবিতে এই চারজন বাদে আরও একজনের মুখ দেখা যাচ্ছে, নজরে এল?
ভাল করে ছবিটা দেখুন একবার...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 4:54 PM

আপনার বুদ্ধিমত্তা দিনের পর দিন ভোঁতা হয়ে যাচ্ছে না তো? নাকি সেই পড়াশোনা করার সময়ের মতোই ক্ষুরধার বুদ্ধি এখনও ধরে রেখেছেন? আপনার আইকিউ লেভেলের একটা ছোট্ট পরীক্ষা করে দেখতে পারেন। তার জন্য অপটিক্যাল ইলিউশনের থেকে ভাল বিকল্প আর কিছু হতে পারে না। এগুলি আসলে এমনই ছবি, যা দেখতে সাদামাটা হলেও সমাধান করা বড্ড জটিল। ছবিগুলির মধ্যে এমনই কিছু লুকিয়ে থাকে, যা আপাত দৃষ্টিতে কারও নজরে আসে না।

কিন্তু একবার যদি আপনি তা খুঁজে পান, তাহলে আপনার পর্যবেক্ষণ দক্ষতা থেকে শুরু করে আইকিউ লেভেল সবকিছু সম্পর্কেই একটা ধারণা করতে পারবেন। এখন আপনি যদি নিয়মিত অপটিক্যাল ইলিউশনগুলির সমাধান করেন, তাতে আপনার দৃষ্টিশক্তি যেমন প্রখর থাকবে, তেমনই আবার তীক্ষ্ণ হবে বুদ্ধিমত্তা। সেরকমই একটা ছবি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই যে ছবিটা আপনি দেখছেন, এখান থেকে আপনাকে একটা মুখ খুঁজে বের করতে হবে।

আপনার মনে হতে পারে, এই ছবিতে তো অনেক মুখই আছে। তাহলে কোনটা খুঁজে বের করতে বলা হচ্ছে? আচ্ছা, আপনার মনেও এই ধন্দ্বের অবকাশ হলে পরিষ্কার করে দিচ্ছি। এই ছবিতে আপনি দুটি নৌকা দেখতে পাবেন। আর সেই দুটি নৌকায় মোট চারটি লোক আছে। আপনাকে যে মুখটা খুঁজতে বলা হচ্ছে, তা এই চারটির মধ্যে একটিও নয়। এই চারজনের বাইরেও রয়েছে আর একটা মুখ। আপনাকে সেটাই খুঁজে বের করতে হবে।

আশা করি, এতক্ষণে আপনি এই ছবি থেকে আর একটি মুখ দেখতে পেয়েছেন। যদি সত্যিই পেয়ে যান, তাহলে বুঝতে হবে আপনি খুবই স্মার্ট একজন মানুষ। আর যদি মুখটা এখনও দেখতে না পান, তাহলে নিচের ছবিটা একবার দেখে নিন।

Spot Another Face