Viral Video: এক্সট্রা পাঁপড় চেয়ে পায়নি পাত্রপক্ষ, থালা-বাসন ছুড়ে বিয়েবাড়িতে রণক্ষেত্র পরিস্থিতি বাঁধাল

Viral Video Today: খাবারের মেনুতে যদি পঞ্চব্যাঞ্জন না থাকে, তাহলে পাত্রপক্ষ সেই বিবাহবাসর ছেড়ে পালাতে পর্যন্ত পারেন। তারই প্রমাণ এবার কেরালার (Kerala) একটি ঘটনা থেকে পাওয়া গেলে। সেখানে বরের বন্ধুরা একটা অতিরিক্ত পাঁপড় (Papad) চেয়েছিলেন। কিন্তু কন্যাপক্ষ তা দিতে না চাওয়ায় তুলকালাম কাণ্ড বেঁধে গেল।

Viral Video: এক্সট্রা পাঁপড় চেয়ে পায়নি পাত্রপক্ষ, থালা-বাসন ছুড়ে বিয়েবাড়িতে রণক্ষেত্র পরিস্থিতি বাঁধাল
কী কাণ্ডটা ঘটল, দেখুন একবার...
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 2:26 PM

Latest Viral Video: এ দেশের বিয়ের অনুষ্ঠান মানে আলাদা একটা ব্যাপার। বিয়েতে (Wedding) ডেকোরেশন যেমন খুব ভাল করে করা হয়, তেমনই আবার বর-কনে ও তাঁর আত্মীয়দের সাজগোজ দেখলেও পরাণটা জুড়িয়ে যায়। এহেন বিয়েবাড়িতেই যদি খাবার-দাবারের আয়োজন পরিপাটি করে না হয়, তাহলে আত্মীয়রা তো বটেই, আমন্ত্রিতদরাও তেলেবেগুনে জ্বলে ওঠেন। তার উপরে সেই অখাদ্য খাবার বা খাবারের মেনুতে যদি পঞ্চব্যাঞ্জন না থাকে, তাহলে পাত্রপক্ষ সেই বিবাহবাসর ছেড়ে পালাতে পর্যন্ত পারেন। তারই প্রমাণ এবার কেরালার (Kerala) একটি ঘটনা থেকে পাওয়া গেলে। সেখানে বরের বন্ধুরা একটা অতিরিক্ত পাঁপড় (Papad) চেয়েছিলেন। কিন্তু কন্যাপক্ষ তা দিতে না চাওয়ায় তুলকালাম কাণ্ড বেঁধে গেল।

অনম্যানোরমা-র একটি রিপোর্ট অনুযায়ী, কেরালার আলাপ্পুঝা শহরে এই ঘটনাটি ঘটেছে। বরের বন্ধুদের অনুরোধে কর্ণপাত করছিলেন না অনুষ্ঠানের কেটারিং সার্ভিসের লোকজন। আর তাতেই চরম রেগে যান তাঁরা। খুশির অনুষ্ঠানে জাস্ট কয়েক পিস পাঁপড়ের জন্য মুহূর্তে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রথমে কেটারিং সার্ভিসের লোকজনের সঙ্গে বাদানুবাদ শুরু হয় পাত্রপক্ষের। তারপর সেই লড়াই সরাসরি কন্যাপক্ষের সঙ্গে বেঁধে যায়। ব্যস! আর দেখে কে! এক পক্ষ অপর পক্ষকে জুতো ছুড়তে থাকে, চেয়ার-টেবিলও নিক্ষেপ করতে থাকে একে অপরের দিকে।

ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, অতিথিরা চরম রাগে একে অন্যের দিকে থালা-বাসন ছুড়ে মারছেন। টুইটারে রাকেশ কৃষ্ণণ সিমহা নামের এক ব্যক্তি ভিডিয়োটি শেয়ার করেছেন। লিখছেন, “100 শতাংশ স্বাক্ষর রাজ্য কেরালায় ভোজের সময় কনের বন্ধুরা একটি এক্সট্রা পাঁপড় চাওয়ায় রণক্ষেত্রের সৃষ্টি হয়।”

ভিডিয়োটি শেয়ার হওয়ার পর থেকে টুইটারের ওই পোস্টটি যেন মজাদার সব মন্তব্যে ভরে গিয়েছে। একজন লিখেছেন, “কেরালায় পাঁপড়ের জন্য থাপ্পড় জুটল শেষমেশ।” আর একজন যোগ করলেন, “পাঁপড়ের জন্য এক তামাশা?” তৃতীয় একজনের বক্তব্য, “কেরালার মানুষজন পাঁপড়কে খুব সিরিয়াসলি নেন। তাই তাঁরা পাঁপড় চেয়ে না পেয়ে সেকেন্ডে রুদ্রমূর্তি ধারণ করলেন।” চতুর্থ ব্যক্তি লিখছেন, “পাঁপড়ের জন্য WWE! যুদ্ধে কে জিতল আমার জানতে ইচ্ছে করছে! তার থেকেও বড় প্রশ্নটি হল, কোথায় গেল এত পাঁপড়?”