Viral Video: রমজানের প্রার্থনা করছিলেন ইমাম, টুক করে একটা বিড়াল ঝাঁপিয়ে পড়ল তার উপর, তারপর যা হল…

Viral Video Today: 28 সেকেন্ডের ছোট্ট ক্লিপটিতে দেখা গেল, একজন রমজানের প্রার্থনা করছেন ইমাম। তারপর হুট করেই একটি বিড়াল মেঝে থেকে তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর কী ঘটল, না দেখলে অনেক কিছুই মিস করবেন!

Viral Video: রমজানের প্রার্থনা করছিলেন ইমাম, টুক করে একটা বিড়াল ঝাঁপিয়ে পড়ল তার উপর, তারপর যা হল...
আদরের ছোঁয়া পেতেই যেন মাথায় চড়ে বসল বিড়ালটা!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 3:30 PM

Latest Viral Video: আজকের পৃথিবীতে আর যা কিছুরই আকাল থাকুক না কেন, কখনও কন্টেন্টের অভাব হবে না! কখনও তা খুব মজাদার হতে পারে, কখনও আবার তা খুবই হৃদয় বিদারক! তবে এবার এমনই একটা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা আপনি হয়তো আগে কখনও দেখেননি। যে ব্যক্তির সঙ্গে ঘটনাটি ঘটেছে, তিনি খুবই সিরিয়াস মোডে ছিলেন। তবে তাঁর সঙ্গে এমনই কাণ্ড ঘটল, যা দেখে আপনি আর হাসি চেপে রাখতে পারবেন না। রমজানের প্রার্থনা (Ramzan Prayers) করছিলেন এক ইমাম। হঠাৎই তাঁর কোলে উঠে পড়ে একটি বিড়াল (Cat)। তারপর সেই ইমাম (Imam) কী করলেন, তা দেখলে আপনার হাসিটা আরও চওড়া হয়ে উঠবে।

সদ্য ভাইরাল হওয়া এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন আলাতিকি নামের এক ইউজার। 28 সেকেন্ডের ছোট্ট ক্লিপটিতে দেখা গেল, একজন রমজানের প্রার্থনা করছেন ইমাম। তারপর হুট করেই একটি বিড়াল মেঝে থেকে তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। ওই ইমাম কিন্তু এক ফোঁটাও রেগে গেলেন না। প্রার্থনা করতে-করতেই তিনি বিড়ালটার উপরে আদরের হাত বুলিয়ে দিলেন। আদরের ছোঁয়া পেতেই বিড়ালটি ধীরে-ধীরে ওই ইমামের কাঁধে উঠে পড়ল, আসন গেড়ে বসল।

গত 5 এপ্রিল ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। একদিন যেতে না যেতেই ভিডিয়োটির ভিউ 2.8 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। প্রায় 21 হাজারেরও বেশি রিটুইট করা হয়েছে। প্রচুর মানুষ লাইক করেছেন, কমেন্টও করেছেন অনেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “নমাজ পড়ার সময় ইমামের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বিড়াল। তারপর তিনিও এক ইমামের মতোই আচরণ করেন!”

ইউজ়াররা এই ভিডিয়ো দেখার পর মজাদার সব মন্তব্য করেছেন। তাঁদের একজন লিখেছেন, “খুব মজার একটা ভিডিয়ো, এবং কিউটও।” আর একজন যোগ করলেন, “মনটা ভরে গেল এই ভিডিয়ো দেখে।” তৃতীয় জনের বক্তব্য, “বিড়ালটি তো ইমামকে একটা কিসও করে দেয়!”