Video video: যেন সিনেমার হিরো আর ভিলেন, ভাইরাল দুই দাঁতাল হাতির ‘কুস্তি’র ভিডিয়ো
Elephant's Fight Video: সাধারণত হাতির স্বভাব বেশ শান্ত হয়। কিন্তু, 'গজরাজ' যখন রেগে যায়, তখন যে কীরূপ ধারণ করতে পারে তা আপনি এই ভিডিয়োয় স্পষ্ট দেখতে পাবেন।
Latest Video video: প্রত্যেকটা প্রাণীর অস্তিত্ব রক্ষার ধরন আলাদা। জঙ্গলের প্রাণীরা কীভাবে বেঁচে থাকে, তা বহু মানুষেরই অজানা। শুধুই যে খাদ্য দখলের চেষ্টা, তা নয়। আরও অনেক কারণে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে মরিয়া তারাও। প্রতিনিয়ত তারা অস্তিত্বের জন্য লড়াই করে চলেছে। হাতিকে অনেকেই শান্ত পশু বলে মনে করেন। সাধারণত তাদের যে কোনও জায়গায় দল বেঁধেই যেতে দেখা যায়। এই হাতিরাও জঙ্গলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একে অপরের সঙ্গে লড়াই করে। প্রাণে মেরে ফেলতেও দ্বিতীয়বার ভাবে না। শুনে অবাক লাগল তো? এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে, যেখানে জঙ্গলের ধারের একটি রাস্তায় দু’টি হাতিকে (Two Elephants) হিংস্রভাবে লড়াই করতে দেখবেন। সাধারণত হাতির স্বভাব বেশ শান্ত হয়। কিন্তু, ‘গজরাজ’ যখন রেগে যায়, তখন যে কী রূপ ধারণ করতে পারে, তা আপনি এই ভিডিয়োয় স্পষ্ট দেখতে পাবেন।
ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলের ধারের একটি রাস্তায় দু’টি হাতির মধ্যে মারামারি হচ্ছে। দু’জনেই একে অপরের ওপর ক্ষিপ্ত। কেউ কাউকে ছাড়তে নারাজ। সবথেকে বড় কথা হল দু’টি হাতির কেউই পিছিয়ে যেতে প্রস্তুত নয়। হাতির সঙ্গে ধাক্কা লাগতেই নিমেষে একটি গাছ মাটির সঙ্গে মিশে যায়। তার থেকেই হাতির শক্তি সম্পর্কে অনুমান করা যায়। ভিডিয়োটি ভাইরাল হতেই অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে। আপনি আগে এমন দৃশ্য দেখেছেন?
What is the problem between these two giants?pic.twitter.com/XYEzEI5B8c
— The Figen (@TheFigen_) April 3, 2023
এই ভিডিয়োটি @TheFigen নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। আর হাজার হাজার মানুষ এটি লাইক করেছে। অনেকে কমেন্টও করেছেন, “ওদের এতদিন নিরীহ প্রাণী বলে মনে হত। কিন্তু এই ভিডিয়োটি দেখার পর বুঝলাম আমার ধারণা ভুল ছিল।”