Viral Video: নেউলের আক্রমণ থেকে বাঁচতে দোলনার উপরে উঠে পড়ল কিং কোবরা, সেখানে কাঁদছিল বাচ্চা, তারপর…

Viral Video Today: একটি ভিডিয়ো হাজির হয়েছে, যা দেখলে আপনার প্রাণে ভয় ধরতে পারে। ভাইরাল হওয়া ক্লিপে দেখা গিয়েছে, নেউলের আক্রমণ থেকে পালাতে গিয়ে একটি দোলনায় বেয়ে উঠে পড়ে বিশাল কিং কোবরা। সেই দোলনায় ছিল একটি বাচ্চা ছেলে।

Viral Video: নেউলের আক্রমণ থেকে বাঁচতে দোলনার উপরে উঠে পড়ল কিং কোবরা, সেখানে কাঁদছিল বাচ্চা, তারপর...
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 4:29 PM

Latest Viral Video: কিং কোবরা হল বিপজ্জনক সাপগুলির মধ্যে একটি। এরা এতটাই বিষধর হয় যে, এক ছোবলেই মানুষকে ছবি করে দিতে পারে। এহেন ভয়ঙ্কর সাপের অনেক ভিডিয়োই আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দেখে থাকি। আর সেই সব ভিডিয়োগুলি দেখলে আমাদের গায়ে রীতিমতো কাঁটা দেয়! এবার সেরকমই আর একটি ভিডিয়ো হাজির হয়েছে, যা দেখলে আপনার প্রাণে ভয় ধরতে পারে। ভাইরাল হওয়া ক্লিপে দেখা গিয়েছে, নেউলের আক্রমণ থেকে পালাতে গিয়ে একটি দোলনায় বেয়ে উঠে পড়ে বিশাল কিং কোবরা। সেই দোলনায় ছিল একটি বাচ্চা ছেলে।

1.33 মিনিটের ভিডিয়ো। ভিডিয়োর শুরুতে দেখা গেল, লোকালয়ে একটি সাপ ঢুকে পড়েছে। একটি বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছে সরীসৃপটি। ঠিক সেই সময় সাপটিকে আক্রমণ করে একটি বেজি। তারপর সেই সাপ ওই নেউলের আক্রমণ থেকে বাঁচতে ওই বাড়ির বারান্দায় একটি দোলনার উপরে তরতর করে উঠে পড়ে। সেই সময় ওই দোলনায় ছিল একটি বাচ্চা ছেলেও। সাপটি যদিও ওই বাচ্চাটিকে আক্রমণ করেনি। দোলনার দড়িতে সাপটি নিজেকে জড়িয়ে ফেলে একপ্রকার।

এরকম একটা পরিস্থিতিতে সেখানে প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। সাপটিকে তাড়ানোর জন্য তাঁরা প্লেট, লাঠি ইত্যাদি ব্যবহার করতে থাকেন। টুইটারে Dr prashant bhamare নামের এক ব্যক্তি ভিডিয়োটি শেয়ার করেছেন। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 22K ছাপিয়ে গিয়েছে। প্রচুর মানুষ কমেন্ট করেছেন ভিডিয়োতে।