Viral Video: বাঁদর শিকার করতে গাছ থেকে ঝাঁপ চিতার, তারপর যা হল… হাড়হিম করা ভিডিয়ো

Leopard Viral Video: চিতাবাঘকে বহুবার গাছে উঠতে দেখা গিয়েছে। তাই তা আর নতুন বিষয় নেই। কিন্তু কখনও কি একগাছ থেকে অন্য গাছে বাঁদরের মতো লাফিয়ে পড়তে দেখেছেন?

Viral Video: বাঁদর শিকার করতে গাছ থেকে ঝাঁপ চিতার, তারপর যা হল... হাড়হিম করা ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 12:57 PM

Latest Viral Video: জঙ্গলের পশুদের কাছে বেঁচে থাকাটাই প্রতিমুহূর্তের একটি বড় চ্যালেঞ্জ। আর নিজেদের আত্মরক্ষার জন্য তারা লড়াই করে চলেছে জঙ্গলের অন্য সব প্রাণীদের সঙ্গে। চিতাবাঘও সেই তালিকায় আছে। আপনার মনে হতে পারে তার আবার ভয় কীসের? তবে জঙ্গলের ভিতরের কাহিনী কতজনেরই বা জানা। চিতাবাঘকে বহুবার গাছে উঠতে দেখা গিয়েছে। তাই তা আর নতুন বিষয় নেই। কিন্তু কখনও কি একগাছ থেকে অন্য গাছে বাঁদরের (Monkey) মতো লাফিয়ে পড়তে দেখেছেন? শুনেই চমকে উঠলেন তো? এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Medis) ভাইরাল হয়েছে, যেখানে একটি চিতাবাঘ (Leopard) বাঁদর শিকার করতে গিয়ে একটি গাছ থেকে অন্য একটি গাছে ঝাঁপিয়ে পড়ল। আর শুধু তাই নয়, বাঁদরের লাফকেও এক লহমায় হারিয়ে দিতে পারে এই চিতাবাঘ। ভিডিয়োটি আপনাকে একাধিকবার দেখতে বাধ্য করবে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ বাঁদর ধরার জন্য গাছে উঠেছে। কিন্তু বাঁদর ধরা কী অত সহজ! চিতাবাঘটিকেও উঠতে হল গাছের একদম মগডালে। আর একি! তার লাফ তো বাঁদকটিকেও টেক্কা দেবে। শিকার ধরার লোভে এক্কেবারে গাছের মগডাল থেকে ঝাঁপিয়ে পড়ল বাঁদরটির গায়ে। এমনকী ধরেও ফেলল সে। প্রাণে বাঁচার চেষ্টা করেও শেষ রক্ষা হল না বাঁদরটির। ভিডিয়োটি দেখে আপনি শিউরে উঠবেন।

সোশ্য়াল মিডিয়ায় বহু নেটিজ়েনের নজর কেড়েছে এই ভিডিয়ো। ভিডিয়োটি ভারতীয় বন পরিষেবা (IFS) অফিসার সুশান্ত নন্দা পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “চিতাবাঘ শুধুমাত্র সুবিধাবাদী নয় অসম্ভব ভাল শিকারীও।” চিতাবাঘের এই আশ্চর্য দক্ষতা দেখে অধিকাংশ মানুষ হতবাক হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি 1 লাখ 28 হাজারেরও বেশি ভিউ পেয়েছে। তিন হাজারের বেশি মানুষ লাইক করেছেন। অনেকে এই ভিডিয়ো দেখে কমেন্টও করেছেন। একজন লিখেছেন, “বাঁদরটি ভাবতেও পারেনি চিতাবাঘটি ওভাবে গাছে গাছে লাফাতে পারবে।”