Viral Video: ক্যামেরার দিকে হাপিত্যেশ নয়নে চেয়ে লেপার্ড, ফটোগ্রাফারের ভিডিয়ো থেকে নজর সরছে না কারও
Viral Video Today: ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার শাজ় জং (Shaaz Jung) ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, ক্যামেরার দিকে তাকিয়ে থাকা লেপার্ডের (Leopard) অবিশ্বাস্য লুক। সেই লুক যেন নেটিজ়েনদের মন কেড়ে নিয়েছে।
Latest Viral Video: বন্যপ্রাণ এবং বন্যপ্রাণীদের নিয়ে যাঁদের একটু বেশি উৎসাহ রয়েছে, তাঁরা জঙ্গলে গিয়ে হাপিত্যেশ নয়নে বসে থাকেন কখন বাঘটা ক্যামেরায় লুক দেবে। অথবা, কখন ওই পাখিটা তার একটু ধরাছোঁয়ার মধ্যে আসবে, যাতে একটা ক্লোজ়আপ তুলে রাখা যায়। আর যাঁদের পক্ষে জঙ্গলে যাওয়াটা একটু চাপের, তাঁদের বোধহয় ন্যাশনাল জিওগ্রাফিক বা অ্যানিমেল প্ল্যানেট থেকে নজর সরে না। যদিও আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে জঙ্গলের এমন অনেক ভিডিয়োই আমরা দেখতে পাই, যা হয়তো জঙ্গলে গিয়েও সম্ভব হত না। তেমনই একটি ভিডিয়ো চূড়ান্ত ভাইরাল হয়েছে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার শাজ় জং (Shaaz Jung) ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, ক্যামেরার দিকে তাকিয়ে থাকা লেপার্ডের (Leopard) অবিশ্বাস্য লুক। সেই লুক যেন নেটিজ়েনদের মন কেড়ে নিয়েছে।
শাজ় জাং তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে, ক্যামেরার দিকে চেয়ে রয়েছে ওই লেপার্ডটি। সে বুঝতেই পারছিল, তার দিকে কিছুটা একটা তাক করা রয়েছে। কিন্তু কি তাক করা রয়েছে, তা বুঝতে পারছিল না প্রাণীটি। প্রথমে দেখা গেল, ওই লেপার্ডটি নিজের পা চাটছে। তারপর ধীরে-ধীরে তার দিকে ক্যামেরা জ়ুম ইন করল। তারপরই উঠল সেই অসাধারণ দৃশ্যটি। কান নিয়ে ওলটপালট করছে সে, আর ক্যামেরার দিকে অবাক নয়নে চেয়ে রয়েছে।
View this post on Instagram
লেপার্ড অনেকেই হয়তো দেখেছেন। সামনাসামনি না দেখলেও ছবিতে বা ভিডিয়োতে কয়েক লক্ষবার দেখেছেন! কিন্তু আপনাকে গ্য়ারান্টি দিয়ে বলতে পারি, এতটা ক্লোজ় ভাবে আপনি কখনও লেপার্ড দেখেননি। কেমন হয় তাদের চোখ, লক্ষ্যবস্তুর দিকে তাকিয়ে থাকার সময় কেমন দেখতে লাগে তাদের, ছোট্ট ক্লিপটি সেই সবকিছুই ফুটিয়ে তুলেছে।
শাজ় জং এই ভিডিয়োর ক্যাপশনে লিখছেন, ‘পাতার মাঝখান থেকে লেপার্ডের চোখ সবকিছু দেখছে, আপনার প্রথম পর্যবেক্ষক।’ অনলাইনে ভিডিয়োটি শেয়ার হওয়ার পর থেকে প্রায় 2 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে তার। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখে নানাবিধ মন্তব্য করেছেন। একজন বললেন, ‘ভিডিয়োটি ভয়ঙ্করও আবার খুব সুন্দরও।’ আর একজন যোগ করলেন, ‘লেপার্ডের চোখ দুটো যে এত সুন্দর হতে পারে, আমার ধারণা ছিল না।’