Viral Video: পাকিস্তানের ব্যস্ত রাস্তায় সিংহীর দাপাদাপি, বাগে আনতে ঘুম ছটল বনদফতরের, দেখুন কী কাণ্ড
Viral Video Today: গত মঙ্গলবার করাচিতে এই ঘটনাটি ঘটে। সেখানে উল্লেখ করা হয়েছে, এক ব্যক্তির গাড়ি থেকে ওই সিংহীটি পালিয়ে যায়। তারপরই শহরের রাস্তায় রীতিমতো তাণ্ডব চালাতে থাকে ওই সিংহী। প্রায় ঘণ্টা দুয়েক ধরে এরকম অচলাবস্থা চলার পর সিংহীটিকে উদ্ধার করা হয়।
Latest Viral Video: শহরের রাস্তায় কি কখনও সিংহকে হাঁটতে দেখেছেন? না, কোভিড অতিমারির সময়ের কথা হচ্ছে না। কথা হচ্ছে, এখনকার। পাকিস্তানের করাচির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে একটি সিংহীকে রাস্তায় অবাধে বিচরণ করতে দেখা গিয়েছে। লোকজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন, রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি, সিংহীর হাত থেকে বাঁচতে মানুষজনকে রাস্তায় দৌড়তেও দেখা গিয়েছে। সেই ভীত-সন্ত্রস্ত মানুষজনের মধ্যেই কেউ একজন ক্যামেরা বের করে ভিডিয়োটি রেকর্ডও করেছেন, যা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার আনাচকানাচে।
রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার করাচিতে এই ঘটনাটি ঘটে। সেখানে উল্লেখ করা হয়েছে, এক ব্যক্তির গাড়ি থেকে ওই সিংহীটি পালিয়ে যায়। তারপরই শহরের রাস্তায় রীতিমতো তাণ্ডব চালাতে থাকে ওই সিংহী। প্রায় ঘণ্টা দুয়েক ধরে এরকম অচলাবস্থা চলার পর সিংহীটিকে উদ্ধার করা হয়। সূত্রের খবর, ওই সিংহীকে অক্ষত অবস্থাতেই উদ্ধার করা গিয়েছে এবং হতাহতের কোনও খবর মেলেনি।
There’s a Lion on the loose in Karachi at Shahra e Faisal, the city’s main artery — Literally. #Pakistan pic.twitter.com/UuhsI5c10P
— Anas Mallick (@AnasMallick) August 29, 2023
ওই সিংহীকে ধরার পরে বন্যপ্রাণী পরিদর্শক মুখতিয়ার সোমরো বলেন, “শাহরাহ-ই-ফয়সালে একটি সিংহ পালিয়েছে বলে আমরা খবর পেয়েছি। তাই, আমাদের দল তাৎক্ষণিকভাবে এখানে পৌঁছে সিংহটিকে উদ্ধার করে। সে নিরাপদে রয়েছে এবং কোনও হতাহতেরও খবর পাওয়া যায়নি। এখন এই সিংহীটি পাকিস্তানের বন্যদফতরের হেফাজতে রয়েছে।”
আনাস মালিক নামের এক পাকিস্তানি সাংবাদিক তার X হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখছেন, “করাচি শহরের শাহরাহ-ই-ফয়সালের প্রধান সড়কে একটি সিংহীকে অবাধে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। সত্যিই পাকিস্তান বলেই এটা সম্ভব।”
প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক হারে শেয়ার করা হচ্ছে ভিডিয়োটি। এই দৃশ্য দেখার পরে একজন মন্তব্য করলেন, “কত দিক থেকে এই শহর আমাকে অবাক করে, তার ইয়ত্তা নেই।” আর একজন যোগ করলেন, “এটা সিংহ নয়, সিংহী।”